২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পুঁজিবাজারে সপ্তাহের শেষ দিনটি ছিল ইতিবাচক

-

দেশের দুই পুঁজিবাজারে সপ্তাহের শেষ দিনটি কেটেছে ইতিবাচক ধারায়। দুই বাজারেই গতকাল সূচক বেড়েছে, বেড়েছে লেনদেনও। এর আগের দু’টি দিন মিশ্র পর্যায়ে থাকলেও ঈদের পরে শুরু হওয়া এ সপ্তাহের প্রথম দুই দিনও ভালো ছিল বাজারের অবস্থা। ঈদের আগে বাজার বেশ খারাপ গেলেও ৯ দিনের ছুটি শুরু হওয়ার আগের দিনটি ছিল ইতিবাচক।
বাজার বিশ্লেষণে দেখা যায়, দুই পুঁজিবাজারে গতকাল বৃহস্পতিবার সূচকের উত্থানের মাধ্যমে ইতিবাচক সাড়ায় শেষ হয়েছে লেনদেন। ডিএসইতে এ দিন ৪৭৮ কোটি ৯০ লাখ ৮৫ হাজার টাকার লেনদেন হয়েছে। সিএসইতে হয়েছে ৪০ কোটি ৯৭ লাখ ২০ হাজার ৬৪৩ টাকার লেনদেন। ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স গতকাল ১৩ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৩৬ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২০৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৫০ পয়েন্টে। ডিএসইতে গতকাল ১ লাখ ২৯ হাজার ৫৫৪ বারে ১৬ কোটি ৫৪ লাখ ১১ হাজার ৩৩৩টি শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ৩৫২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪৫ দশমিক ১৭ শতাংশ বা ১৫৯টির, কমেছে ৪০ দশমিক ৯১ শতাংশ বা ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩ দশমিক ৯২ শতাংশ বা ৪৯টির।
অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৪০ পয়েন্টে। সিএসইতে গতকাল লেনদেনে অংশ নিয়েছে ২৬৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।
ঢাকায় গতকাল টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষ স্থানে ছিল বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড। এ দিন ওই কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৯ দশমিক ২৭ শতাংশ বা ১ টাকা ৯০ পয়সা। শেয়ারটি সর্বশেষ ২১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে। এ দিন শেয়ারটি ৩ হাজার ৬২১ বারে ৯০ লাখ ৯৮ হাজার ৪৫৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ কোটি ৯৩ লাখ ২৩ হাজার টাকা। গেইনারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আরএন স্পিনিং মিলস লিমিটেড। এ দিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯ শতাংশ বা ৫০ পয়সা। শেয়ারটি সর্বশেষ ৬ টাকা দরে লেনদেন হয়েছে। এ দিন কোম্পানিটি ১ হাজার ৮১০ বারে ৯২ লাখ ৭৪ হাজার ৯৪২টি শেয়ার লেনদেন করে, যার বাজার মূল্য ৫ কোটি ৪৪ লাখ ৯৮ হাজার টাকা।
দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জেনারেশন নেক্সট ফেশনস লিমিটেড। এ দিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৫১ শতাংশ বা ৪০ পয়সা। শেয়ারটি সর্বশেষ ৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ২৮ বারে ৬৩ লাখ ৫১ হাজার ২৭১টি শেয়ার লেনদেন করে, যার বাজার মূল্য ৩ কোটি ২১ লাখ ৩৪ হাজার টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফ্যামিলিটেক্স বিডি লিমিটেড, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড, রেনওইক যজ্ঞেস্বর, ঢাকা ইন্স্যুরেন্স ও এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
এ দিকে দরপতনের তালিকার শীর্ষ স্থান দখল করে নিয়েছে এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড। এই ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬১ শতাংশ বা ১ টাকা ৩০ পয়সা কমেছে। ইউনিটটি সর্বশেষ ২২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন ফান্ডটি ৭৮৭ বারে ৩২ হাজার ৬৪০টি ইউনিট লেনদেন করে, যার বাজার মূল্য ৪৭ লাখ ৩৮ হাজার টাকা। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে হাক্কানি পাল্প অ্যান্ড পেপারস মিলস। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭৭ শতাংশ বা ২ টাকা ৫০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৮ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এ দিন কোম্পানিটি ২৫৯ বারে ৭০ হাজার ৮৩৯টি শেয়ার লেনদেন করে, যার বাজার মূল্য ৪২ লাখ ১৭ হাজার টাকা।
পতনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে গোল্ডেন সন লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭৫ শতাংশ বা ২০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়েছে। এ দিন ফান্ডটি ৭৮ বারে ১০ লাখ ৩৯ হাজার ৯৫৬টি ইউনিট লেনদেন করে, যার বাজার মূল্য ৮ লাখ ২২ হাজার টাকা। তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছেÑ লিব্রা ইনফিউশনস লিমিটেড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড ও সায়হাম টেক্সটাইলস, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
এ দিকে শেয়ার বিক্রি করবেন বলে ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারের তালিকাভুক্ত এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ডের উদ্যোক্তা। কোম্পানিটির কর্পোরেট উদ্যোক্তা এফবিএল সিকিউরিটিজ ২০ লাখ শেয়ার বিক্রি করবেন। তার মোট শেয়ার আছে ৩ কোটি ৬৭ লাখ ১৫ হাজার। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে ঘোষণাকৃত শেয়ার বিক্রি করবেন এই পরিচালক।
এ দিকে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস গ্রুপ তাদের গত অর্থবছরের মুনাফার নির্দিষ্ট অংশ হিসেবে ১ কোটি ৪৮ লাখ টাকা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করেছে। গত বুধবার বাংলাদেশ সচিবালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ডা: এ এম এম আনিসুল আউয়ালের কাছে ১ কোটি ৪৮ লাখ ১৮ হাজার ১৩৫ টাকার চেক হস্তান্তর করেন কোম্পানিটির প্রতিনিধিরা।
বার্জার পেইন্টসের প্রধান অর্থকর্মকর্তা সাজ্জাদ রহিম চৌধুরী, বার্জারের সহযোগী প্রতিষ্ঠান জেনসন অ্যান্ড নিকোলসন ও এর অ্যাসোসিয়েট বার্জার বেকার বাংলাদেশ এই চেক হস্তান্তর করেন। এ সময় বার্জার পেইন্টসের কোম্পানি সচিব খোন্দকার আবু জাফর সাদিক এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের উপপরিচালক খাদিজা বেগম উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement