২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সামাজিক আন্দোলনের মাধ্যমেই দুর্র্নীতি দমন সম্ভব : ড. সেলিম

-

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মো: সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ সম্প্রতি শ্রীলঙ্কার কলম্বোতে সাফা (সাউথ এশিয়ান ফেডারেশন অব একাউন্ট্যান্টস) কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক সাফা কনফারেন্সে ‘কমবেটিং করাপশন ইন বাংলাদেশ’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। ড. সেলিম দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ভাইস প্রেসিডেন্ট হিসেবে উক্ত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন এবং হিসাববিজ্ঞান মান (অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড) কমিটির সদস্য হিসেবে মিটিংয়ে অংশগ্রহণ করেন। ড. সেলিম তার প্রবন্ধে সারা বিশ্বে আলোচিত কমপক্ষে ৫৩টি দুর্নীতিবিরোধী কর্মকৌশলের ওপর আলোকপাত করে বাংলাদেশে দুর্নীতিবিরোধী বিভিন্ন কর্মপদ্ধতি, আইন এবং দুর্নীতি দমনে সরকারের গৃহীত ব্যবস্থার সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন। তিনি বলেন কমপক্ষে ৩০টির বেশি আইনি কাঠামো বর্তমান বাংলাদেশে দুর্নীতি দমন, নিবারণ, নিয়ন্ত্রণ এবং সুরক্ষায় প্রয়োগ রয়েছে। ড. সেলিম উপসংহারে বলেন, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার, সততা, নিষ্ঠা, নৈতিকতাসহ উত্তম চর্চার ব্যাপক প্রসারসহ দুর্নীতির বিরুদ্ধে তীব্র সামাজিক আন্দোলন সৃষ্টির মাধ্যমে দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ, নিবারণ সম্ভব। এ ছাড়া দুর্নীতি দমনের প্রতিটি কার্যক্রমকে সবাই সামাজিক কল্যাণ সাধনের নিমিত্তে দায়িত্ব হিসাবে গ্রহণ করতে হবে। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement