২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

এন্ট্রাপ্রেনারশিপ ওয়ার্ল্ড কাপের বাংলাদেশ পর্বের বিজয়ী সিগমাইন্ড

-

এন্ট্রাপ্রেনারশিপ বিশ্বকাপের বাংলাদেশ পর্বে চ্যাম্পিয়ন হয়েছে তানভির তাবাসসুমের প্রতিষ্ঠান সিগমাইন্ড। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ’৭১ মিলনায়তনে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছে এডুব্লক এবং দ্বিতীয় রানার আপ হয়েছে হ্যালোটাস্ক। ড্যাফোডিল ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ মো: হামিদুল হক খান প্রধান অতিথি হিসেবে বিজয়ী প্রতিষ্ঠানের কর্ণধারদের হাতে পুরস্কার তুলে দেন। ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপেনারশিপ বিভাগের প্রধান মো: শিবলী শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এন্ট্রাপ্রেনারশিপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো: আসিফ ইকবাল। প্রতিযোগিতার জুরিবোর্ডের সদস্য ও বিডিভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন, স্টার্টআপ বাংলাদেশের বিনিয়োগ উপদেষ্টা টিনা জাবিন, লাইট ক্যাসেল পার্টনার্সের প্রধান নির্বাহী বিজন ইসলাম, বাংলাদেশে অ্যাঞ্জেলসের প্রধান নির্বাহী নির্ঝর রহমান, সহজ-এর বিপণন পরিচালক সেজামি খলিল প্রমুখ। বাংলাদেশ পর্বের বিজয়ী তানভির তাবাসসুম আগামী নভেম্বরে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত এন্ট্রাপ্রেনারশিপ ওয়ার্ল্ড কাপের আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণ করবেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement