২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে যমুনা ব্যাংক

-

সম্প্রতি যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে আইডিইবি ভবন, কাকরাইল, ঢাকায় ২০১৯ সালের এসএসসি/দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত সুবিধাবঞ্চিত, দরিদ্র ও প্রতিবন্ধী অথচ মেধাবী ছাত্রছাত্রী এবং যমুনা ব্যাংকের নির্বাহী/কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: আতিকুর রহমান, পরিচালক মো: ইসমাইল হোসেন সিরাজী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদসহ ঢাকা ও তার আশপাশের জেলাগুলোর শাখা প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানে ১২০ জন ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement