২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

ইউআইটিএসকে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর বিষয়ে মতবিনিময়

-

ইউআইটিএস’র বর্তমান বারিধারা ক্যাম্পাস মিলানায়নতনে গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউআইটিএস’র ভিসি প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা ড. কে এম সাইফুল ইসলাম খান। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এস আর হিলালীর সঞ্চালনায় সভায় বক্তারা সুষ্ঠুভাবে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সভায় স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মো: মাজহারুল হক, আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. এম শাহ আলম, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. সিরাজাউদ্দিন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ ন ম শরীফ, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সেসের ডিন ড. আরিফাতুল কিবরিয়া, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা, শিক্ষক এবং আইন বিভাগে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement