২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ইনস্ট্যান্ট ডুডল্স নুডল্স নয়, স্টিক ডুডল্স নুডল্স বাজার থেকে তুলে নিচ্ছে নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস্

-

কয়েক দিন যাবৎ বিভিন্ন মিডিয়ায় ডুডল্স নুডল্সের মান সম্পর্কে সংবাদ প্রচার হচ্ছে। নিউজিল্যান্ড ডেইরির কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায় যে, সংবাদটি প্রচারিত হওয়ার পর স্টিক নুডল্স ও ইনস্ট্যান্ট নুডল্স সম্পর্কে জনমনে অস্পষ্টতা তৈরি হয়েছে। প্রকাশিত সংবাদটি বিডিএস ১১০৬:২০০১ অনুযায়ী ডুডল্স স্টিক নুডল্স সম্পর্কিত, ডুডল্স ইনস্ট্যান্ট নুডল্স সম্পর্কিত নয়। কারণ বিএসটিআইর সংশ্লিষ্ট বাংলাদেশের মান বিডিএস ১১০৬:২০০১ অনুযায়ী নুডল্স বলতে স্টিক নুডল্স বোঝায় এবং বিডিএস ১৫৫৮:২০০৭ আনুযায়ী ইনস্ট্যান্ট নুডল্স বোঝায়। কিছু দিন আগে বিএসটিআই কর্তৃপক্ষ খোলাবাজার থেকে ডুডল্স স্টিক নুডল্সের নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্ট বাংলাদেশ মান (বিডিএস ১১০৬:২০০১) অনুযায়ী পরীক্ষা করে শুধু গড়রংঃঁৎব (আর্দ্রতা বা পানির পরিমাণ) সর্বোচ্চ ১০ শতাংশের পরিবর্তে ১১.০১ শতাংশ পাওয়া যায়, যা বিএসটিআই সংশ্লিষ্ট মান অনুযায়ী কিছুটা বেশি পাওয়া গেলেও তা মানব স্বাস্থ্য এর জন্য ক্ষতিকর নয়। এমতাবস্থায় গত ১২ মে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আমরা ডুডলস স্টিক নুডলসের বিক্রয়, বিতরণ এবং বাণিজ্যিক বিজ্ঞাপন বন্ধ রেখেছি। একই সঙ্গে বাজারে মজুদ স্টিক নুডলস প্রত্যাহার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। এমতাবস্থায় বিএসটিআই কর্তৃক পণ্যটির পুনঃপরীক্ষা করে পণ্যটির আর্দ্রতা নির্ধারিত মানের মধ্যে প্রাপ্তি সাপেক্ষে ছাড়পত্র না পাওয়া পর্যন্ত আমাদের ভোক্তা সাধারণের কাছে ডুডল্স স্টিক নুডল্স বিক্রি না করার জন্য বিক্রেতা ভাইদের অনুরোধ করছি। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement