২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে সেমিনার

-

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ গঠনে ছাত্র, শিক্ষক, অভিভাবক, সুশীলসমাজ ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক জাতীয় সেমিনার গত ১৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা ড. ফরাসউদ্দিন আহমেদ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: আলাউদ্দিন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ বি এম রাশেদুল হাসান প্রমুখ। সভাপতিত্ব করেন ট্রাস্টের নির্বাহী পরিচালক এবং মহান মুক্তিযুদ্ধের ৮ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব:) আবু ওসমান চৌধুরী। অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ ড. ফরাস উদ্দিন আহমেদ ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মুনিরুল ইসলামকে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের আজীবন সম্মাননা প্রদান করা করা হয়। বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরে আলম তালুকদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপকমিশনার আবদুল মান্নান। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement