২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার ও ইএমএ পাওয়ার ইনভেস্টমেন্টের মধ্যে চুক্তি

-

এনার্জিপ্যাকের সহযোগী প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার লিমিটেড (ইভিপিএল) ও ইএমএ পাওয়ার ইনভেস্টমেন্ট লিমিটেডের মাঝে স্বাক্ষরিত জয়েন্ট- ভেঞ্চার চুক্তির ফলে দেশের বিদ্যুৎ খাতে আসতে যাচ্ছে ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ। সম্প্রতি রাজধানীতে স্বাক্ষরিত এই চুক্তির ফলে বিদ্যুৎকেন্দ্র এবং নির্মাণ ও পরিচালনার ক্ষেত্রে এনার্জিপ্যাকের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিনিয়োগ হিসেবে পাওয়া এই অর্থ বিভিন্ন প্রকল্প নির্মাণ ও পরিচালনায় ব্যয় করা হবে। এই সমঝোতা সম্পর্কে ইভিপিএলের চেয়ারম্যান হুমায়ুন রশীদ বলেন, বাংলাদেশের বিদ্যুৎ সঙ্কট নিরসনে আরো বেশি করে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সক্ষমতা অর্জনে এই চুক্তি স্বাক্ষর করতে পেরে আমরা খুবই আনন্দিত।’ ডাইলিম এনার্জি ও ডাইলিম ইন্ডাস্ট্রিয়াল করপোরেশনের ভাইস চেয়ারম্যান ও সিইও সাঙ্গু (শন) কিম, ইভিপিএলের চেয়ারম্যান হুমায়ুন রশিদ এবং ইপিভি ঠাকুরগাঁও লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রেজওয়ানুল কবীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। আরো উপস্থিত ছিলেন ডাইলিম এনার্জি, এএসএমএ ক্যাপিটাল, ইপিভিএল এবং ইপিজিএলের উচ্চপদস্থ কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement