২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

সিআইইউতে ওপেন ডে

-

আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হয়েছে ২০১৯ সালের সামার সেমিস্টারের ‘ওপেন ডে’। একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে কাক্সিক্ষত সাবজেক্টে ভর্তি হওয়ার ইচ্ছা। সকাল থেকেই দলে দলে ভিড় বাড়তে থাকে নগরের জামালখানের সিআইইউ ক্যাম্পাসে। বিপুল উৎসাহে বাবা-মাকে সঙ্গে নিয়ে যথাসময়ে হাজির ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বেলুন উড়িয়ে ওপেন ডে’র উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী। এই সময় তিনি বলেন, একটি আইডল বিশ^বিদ্যালয় হিসেবে সিআইইউকে প্রতিষ্ঠিত করাই আমার প্রধান লক্ষ্য। কেবল বাংলাদেশ নয়, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে দিতে আমরা বদ্ধপরিকর। সিআইইউর প্রক্টর অধ্যাপক ড. নুরুল আবসার নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মো: রেজাউল হক খান, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সের ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, বিজনেস স্কুলের উপদেষ্টা অধ্যাপক ড. আইয়ুব ইসলাম, স্কুল অব ল-এর উপদেষ্টা অধ্যাপক মো: জাকির হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমা প্রমুখ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement