২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

এসিআই মোটরস বাজারে নিয়ে এলো ইয়ানমার কম্বাইন হারভেস্টার

-

এসিআই মোটরস সম্প্রতি নিয়ে এলো ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করার অত্যাধুনিক মেশিন ‘ইয়ানমার’ কম্বাইন হারভেস্টার। এই আধুনিক হারভেস্টার মানুষের মধ্যে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে গত ১৭ এপ্রিল ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডুবায় এসিআই মটরস মাঠ প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীতে ‘ইয়ানমার’ ছাড়াও এসিআই কম্বাইন হারভেস্টার ৪খইত-১২০ চষঁং নামে আরেকটি মডেলের হারভেস্টার প্রদর্শন করা হয়। প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের পরিচালক, শেখ মো: নাজিম উদ্দিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোশারফ হোসেইন এবং ইয়ানমার জাপানের কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement