২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

সোনালী ব্যাংক কর্মচারী স্থায়ীকরণ সমন্বয় পরিষদের মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

-

চাকরি স্থায়ী করার দাবিতে সোনালী ব্যাংক খণ্ডকালীন ও দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী স্থায়ীকরণ সমন্বয় পরিষদের উদ্যোগে গতকাল এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খণ্ডকালীন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী সংগ্রামী নেতা দিদারুল ইসলাম। উপস্থাপনায় ছিলেন মো: জাহাঙ্গীর আলম, মনির হোসেন ও আ: ছামাদ সরকার। বক্তব্য রাখেন আ: জলিল হাওলাদার, মোফাজ্জল হোসেন, বেলাল হোসেন, জাফরুল ইসলাম, সিরাজুল মিয়া, সালাউদ্দিন, খলিল, মামুনুর রশিদ তোতাসহ অনেকে। সমাবেশে সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন বি-২০২ এর নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। বক্তব্যে শেখ জামাল উদ্দিন বলেন, স্বাধীনতার মাসে বঙ্গবন্ধুর বাংলাদেশে স্বাধীনতা চেতনা ও মূল্যবোধ যথাযথ বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে যুগ যুগ ধরে অবহেলিত ও বঞ্চিত কর্মচারীদের অবশ্যই স্থায়ী করতে হবে। তিনি বলেন, হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও ওই অবহেলিত কর্মচারীদের স্থায়ী করা হচ্ছে না। সমাবেশে উপস্থিত বক্তারা স্থায়ী করার জন্য বক্তব্য প্রদান করেন এবং জোর দাবি জানান। অনুষ্ঠানে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিটি শাখার খণ্ডকালীন ও দৈনিক মজুরীদের মধ্যে প্রায় এক হাজার কর্মচারী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement