২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ইউএস-বাংলার বহরে নতুন এয়ারক্রাফট

-

বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যোগ হয়েছে আরো একটি এটিআর-৭২-৬০০ মডেলের আধুনিক উড়োজাহাজ।
গতকাল রোববার বেলা পৌনে ২টার দিকে (লাইসেন্স নম্বর এস২-একেজি) ব্র্যান্ড নিউ উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এয়ারক্রাফটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে ট্যাক্সিওয়েতে ঢোকার পরই ওয়াটার স্যালুট প্রদান করা হয়। এভিয়েশন জগতে প্রথমবারের মতো কোনো বেসরকারি এয়ারলাইন্সের বহরে নতুন এটিআর ৭২-৬০০ মডেলের উড়োজাহাজ যুক্ত হলো।
বেসরকারি এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন এ প্রসঙ্গে বলেন, খুব শিগগির আরো একটি এটিআর ৭২-৬০০ মডেলের এয়ারক্রাফট ইউএস-বাংলার বহরে যুক্ত হবে।
তিনি বলেন, আগামী ৩১ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইন্স দক্ষিণ এশিয়ার অন্যতম গন্তব্য ভারতের চেন্নাইয়ে ফ্লাইট শুরু করতে যাচ্ছে। সপ্তাহে তিন দিন এ রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। নতুন এই উড়োজাহাজ দিয়ে ফ্লাইট চলাচল শুরু করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।


আরো সংবাদ



premium cement