১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংকের বৃত্তি

-

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড গতকাল রাজধানীর অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন কলেজ, মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অসচ্ছল পরিবারের সর্বমোট ৫০০ জন মেধাবী ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির প্রধান অতিথি হিসেবে ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তির চেক প্রদান করেন। বৃত্তিপ্রাপ্ত ৫০০ জন ছাত্রছাত্রীদের মধ্যে এসএসসি পর্যায়ে ছাত্র ১৬০ জন ও ছাত্রী ১৪০ জন, এইচএসসি পর্যায়ে ছাত্র ১২০ জন ও ছাত্রী ৮০ জন রয়েছেন। ২০১৮ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ব্যাংকের বৃত্তির জন্য মনোনীত ৫০০ জন ছাত্রছাত্রীকে মাসিক হারে সর্বমোট চার কোটি ১৯ লাখ টাকা বৃত্তি প্রদান করা হবে। শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব আক্কাচ উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: তৌহিদুর রহমান এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক মো: সানাউল্লাহ সাহিদ, আব্দুল হালিম, মহিউদ্দিন আহমেদ, মোহাম্মদ ইউনুছ, ফকির আখতারুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম আখতার হোসেন, মিয়া কামরুল হাসান চৌধুরী ও ইমতিয়াজ ইউ আহমেদসহ প্রধান কার্যালয়ের নির্বাহী এবং বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement