২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

অনুষ্ঠিত হলো মেরিল প্রথম আলো ‘আগামীর নির্মাতা’ওয়ার্কশপ পর্ব

-

প্রতিভাবান তরুণ নির্মাতাদের খোঁজে মেরিল প্রথম আলোর উদ্যোগে ফেইম ফ্যাক্টরি আয়োজিত ‘আগামীর নির্মাতা’র প্রথম পর্বের পর্দা উন্মোচন হয়েছে গত ২২ মার্চ। নির্বাচিত তরুণ নির্মাতাদের নিয়ে এই ওয়ার্কশপে দেশের বরেণ্য নির্মাতারা ফিল্মের বিভিন্ন বিষয়ে সেশন নিয়েছেন। ওয়ার্কশপ উদ্বোধন করেন আনিসুল হক। গত ২২ মার্চ সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট এবং গতকাল ২৩ মার্চ কামাল আতাতুর্কয়ে অবস্থিত রোসডেল ব্যাংকুয়েট হলে দু’দিনব্যাপী এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে সেশনের তিনটি ভাগ হলো স্ক্রিপ্ট রাইটিং, ফিল্ম প্রোডাকশন এবং স্টোরিটেলিং। স্ক্রিপ্ট রাইটিংয়ের বিভিন্ন খুঁটিনাটি দিক নিয়ে সেশন নিয়েছেন গিয়াস উদ্দিন সেলিম এবং রুবাইয়াত হোসেন। ফিল্ম প্রোডাকশনের নানা আঙ্গিক নিয়ে সেশন নিয়েছেন অমিতাভ রেজা চৌধুরী এবং আবু শাহেদ ইমন। ফিল্মের স্টোরিটেলিংয়ের ওপর মোস্তফা সরয়ার ফারুকী এবং মেজবাউর রহমান সুমন বক্তব্য রাখেন। দ্বিতীয় দিনের ওয়ার্কশপে সেরা ১০ জন প্রতিযোগী নির্বাচিত হন এবং পরে সেরা তিনজন নির্মাতা নির্বাচন করা হবে। বিচারক এবং দর্শকদের সম্মিলত ভোটের মাধ্যমে বাছাই করা হবে বিজয়ী নির্মাতা। সেরা নির্মাতা পাবেন কান ফিল্ম ফেস্টিভাল গধৎপযব ফঁ ঋরষস-এ যাওয়ার এবং মেরিল প্রথম আলোর পুরস্কার মঞ্চে উপস্থিত থাকার সুযোগ। বিস্তারিত জানতে চোখ রাখুন ‘মেরিল প্রথম আলো’ ফেসবুক পেজ যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/ গবৎরষ.চৎড়ঃযড়সঅষড়/ এবং ভিজিট করুন : িি.িসবৎরষঢ়ৎড়ঃযড়সধষড়.পড়স। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement