১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের বিজয় দিবস উদযাপন

-

দেশের জন্য জীবন উৎসর্গ করা বীর সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও নানা আয়োজনে উদযাপিত হয়েছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মহান বিজয় দিবস। দিবসটি উপলে গতকাল মিরপুর-১৪তে ইসলামী ব্যাংক মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত দেশাত্মবোধক গান প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ইসলামী ব্যাংক ফাউন্ডেশন শিা কমিটির চেয়ারম্যান ড. মো: জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মাদ আফজাল। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহিদুল আলম, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সদস্য মো: হুমায়ুন কবির, মো: জয়নাল আবেদীন, মো: কামরুল হাসান, ইসলামী ব্যাংকের হেলাল আহমেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোলাম হাফিজ আহমেদ। উপনির্বাহী পরিচালক মো: নজিবর রহমান এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিচালিত ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজি, ইসলামী ব্যাংক মডেল স্কুল অ্যান্ড কলেজ, ইসলামী ব্যাংক ইন্টান্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ও ইসলামী ব্যাংক বালিকা মাদরাসার শিার্থী ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সদস্যরা এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। এ ছাড়া বিজয় দিবস উপলে ইসলামী ব্যাংক হাসপাতালগুলোতে আলোচনা, দোয়া মাহফিল, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, গরিব ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement