২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বগুড়ার শেরপুরে ইসলামী ব্যাংকের ফ্রি মেডিক্যাল ও আই ক্যাম্প

-

বগুড়ার শেরপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড হাইওয়ে শাখা বগুড়ার পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় ফ্রি মেডিক্যাল ও আই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ৮টায় চিকিৎসাপূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইওয়ে শাখার এসএভিপি ও শাখা ব্যবস্থাপক মো: আফজাল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন হসপিটালের এমডি মো: আব্দুল বাসেত। চিকিৎসকের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএস মেডিক্যাল কলেজ, বগুড়ার বিভাগীয় প্রধান সার্জন ডা: ফজলে রাব্বী (এমবিবিএস ও এফসিপিএস চক্ষু), শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ বগুড়ার মেডিসিন বিশেষজ্ঞ ডা: আবু তাহের (এমবিবিএস, পিজিপি), মো: আমিরুল ইসলাম, গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডা: আরিফা মৌশুমী (এমবিবিএস, পিজিপি)। আরো উপস্থিত ছিলেনÑ সিনিয়র অফিসার আব্দুল মালেক, আবু তাহের, মিজানুর রহমান, মঞ্জুর আলম, আমিনুল ইসলাম, মতিউর রহমান, মঞ্জুর হাসান, শাহ আলী, আব্দুল ওয়াজেদ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, ইসলামী ব্যাংক শুধু আর্থিক লেনদেনের সাথেই জড়িত নয়, তারা আর্তমানবতার বিভিন্ন সেবামূলক কাজে নিয়োজিত রয়েছে। এর মধ্যে অসহায়কে চিকিৎসাসেবা, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, শীতবস্ত্র বিতরণ, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান উল্লেখযোগ্য। সকাল ৮টা থেকে দুপুর ৪টা পর্যন্ত দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ও আই ক্যাম্প অনুষ্ঠানে ২৫০ জন অসহায় দুস্থ ও গরিব রোগীদের বিনামূল্যে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হবে। শেরপুর (বগুড়া) সংবাদদাতা

 


আরো সংবাদ



premium cement