২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

তৃতীয় হাইড্রো পাওয়ার অ্যাওয়াড পেল এমজিআই

-

৩২তম সিএসিসিআই সম্মেলনে দেশের শীর্ষ স্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ তৃতীয় হাইড্রো পাওয়ার অ্যান্ড ক্লিন এনার্জি এক্সিলেন্স অ্যাওয়ার্ড (ঐুফৎড়ঢ়ড়বিৎ ধহফ ঈষবধহ ঊহবৎমু ঊীপবষষবহপব অধিৎফ) লাভ করেছে। সম্মেলনটি চিরাগান প্যালেস কেমপিন্সকি, ইস্তাম্বুল, তুর্কিতে (ঈরৎধমধহ চধষধপব কবসঢ়রহংশর, ওংঃধহনঁষ, ঞঁৎশবু) অনুষ্ঠিত হয়। জ্ঞানেন্দ্র লাল প্রধান, এক্সিকিউটিভ চেয়ারম্যান, হাইড্রো সলিউশনস প্রাইভেট লিমিটেড অ্যান্ড চেয়ারম্যান, এশিয়ান কাউন্সিল অন ওয়াটার, এনার্জি অ্যান্ড ইনভারনমেন্ট (গৎ. এুধহবহফৎধ খধষ চৎধফযধহ, ঊীবপঁঃরাব ঈযধরৎসধহ, ঐুফৎড় ঝড়ষঁঃরড়হং চাঃ. খঃফ. অহফ ঈযধরৎসধহ, অংরধহ ঈড়ঁহপরষ ড়হ ডধঃবৎ, ঊহবৎমু ধহফ ঊহারৎৎড়হসবহঃ) এর হাত থেকে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে তাইফ বিন ইউসুফ, নির্বাহী পরিচালক পুরস্কারটি গ্রহণ করেন। এটি কেবল বাংলাদেশে নয়, বিশ্বের অন্যান্য দেশেও উৎপাদন বৃদ্ধি ও পরিচ্ছন্ন শক্তি ব্যবহারে প্রতিষ্ঠানের উদ্যোগের যথাযথ স্বীকৃতি। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement