২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ভালোবাসার বাংলাদেশ ফিল্ম ফেস্ট ২০১৮

-

বিজয়ের ৪৭ বছর উদযাপন উপলক্ষে সারা দেশের মানুষের চোখে বাংলাদেশ কেমন, তা দেখার আয়োজন ‘ভালোবাসার বাংলাদেশ’। এই আয়োজনের মাধ্যমে প্রতিযোগীরা এক মিনিটে তুলে ধরেছেন তার দেখা বাংলাদেশকে। এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য, বাংলাদেশের তরুণদের চোখে এমন বাংলাদেশকে দেখা, যা দেখে মনে হয় বাংলাদেশ আগাচ্ছে। যা দেখে সাধারণ মানুষের ভেতর দেশপ্রেম জেগে উঠবে। প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ের ওপর ৯৪৬৭টি ভিডিও সাবমিট হয়েছে। সেখান থেকে জুরি বোর্ডের নির্বাচনে তিনটি ভিন্ন ভিন্ন বিষয়ের অনুপ্রেরণায় ‘ছবিয়াল’র তত্ত্বাবধায়নে নির্মিত হয়েছে তিনটি ফিল্ম। ফিল্ম তিনটি প্রচারিত হবে মাছরাঙ্গা, এসএ টিভি, নাগরিক টিভি এবং একুশে টিভিতে। ১৪ ডিসেম্বর আশফাক নিপুণ নিয়ে আসছেন ‘চাকা’, ১৫ ডিসেম্বর রেদওয়ান রনি নিয়ে আসছেন ‘ফিনিক্স’ এবং ১৬ ডিসেম্বর গোলাম কিবরিয়া ফারুকী নিয়ে আসছেন ‘আব্দুল্লাহ’। ফিল্মগুলো প্রচারিত হবে প্রতিদিন রাত ৮টায়। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এবং মিডিয়াকম লিমিটেডের সহায়তায় আয়োজিত এই ক্যাম্পেইনের সহযোগী আয়োজক ছবিয়াল, আমরাই বাংলাদেশ এবং গ্রীনবি কমিউনিকেশন্স। এই ক্যাম্পেইনের ভিডিওগুলো ওয়েবসাইট িি.িনযধষড়নধংযধৎনধহমষধফবংয.পড়স. ইউটিউব চ্যানেল িি.িুড়ঁঃঁনব.পড়স/পযধহহবষ/টঈ-ঝষিওঢএথযসঋওভ-ল০ঈখ০০ঈছ, ফেসবুকপেজ িি.িভধপবনড়ড়শ.পড়স/ইযধষড়নধংযধৎইউ এ আপলোড করা আছে। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement