২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

এনসিসি ব্যাংকের ইফেক্টিভ ব্রাঞ্চ ব্যাংকিং শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি

-

এনসিসি ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী ও কর্মকর্তাদের জন্য ‘ইফেক্টিভ ব্রাঞ্চ ব্যাংকিং’ শীর্ষক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রতি চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শেষ হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্ উদ্দীন আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বিআইবিএমএর চেয়ার প্রফেসর এস এ চৌধুরী, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, চট্টগ্রামের সাবেক ব্যবস্থাপক মাহফুজুর রহমান, অ্যাডভোকেট মো: রফিক কাদের, এনসিসি ব্যাংকের আইসিসি বিভাগ প্রধান ফরিদউদ্দিন আল মাহমুদ এবং আইটি (বিজনেস সল্যুশন) প্রধান মো: ইউনুস খান আমন্ত্রিত রিসোর্স পার্সন হিসেবে কর্মশালায় বক্তব্য উপস্থাপন করেন। ব্যাংকের ট্রেনিং ইন্সটিটিউটের প্রিন্সিপাল জগদীশচন্দ্র দেবনাথ প্রশিক্ষণ কোর্সটি সমন্বয় করেন। ৬৫ জন নির্বাহী ও কর্মকর্তা এ কর্মশালায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement