২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
মিউচুয়াল ফান্ড দরপতনের শীর্ষে

ডিএসইর লেনদেনে ১৩ দশমিক ৮১ শতাংশ অবনতি

-

এক সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে ১৩ দশমিক ৮১ শতাংশ অবনতি ঘটেছে। গত সপ্তাহে পুঁজিবাজারটিতে ৩ হাজার ৮৮৩ কোটি টাকার লেনদেন নিষ্পত্তি হয় যা আগের সপ্তাহ অপেক্ষা ১৩ দশমিক ৮১ শতাংশ কম। আগের সপ্তাহে ডিএসইর লেনদেন ছিল ৪ হাজার ৫০৬ কোটি টাকা। সপ্তাহের ৫ কার্যদিবসের তিনটিতে সূচকের নেতিবাচক আচরণের প্রভাবে লেনদেনে এ অবনতি মনে করছেন সংশ্লিষ্টরা।
সপ্তাহের প্রথম দু’দিন বড় ধরনের সূচক হারায় ডিএসই। তৃতীয় ও চতুর্থ দিন পুঁজিবাজারটি হারানো সূচকের বেশির ভাগ ফিরে পেলেও সপ্তাহের শেষদিন আবার বড় ধরনের পতন ঘটে সূচকের। সপ্তাহান্তে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ দশমিক ৫৬ পয়েন্ট হারায়। গত রোববার ৫ হাজার ৫০০ দশমিক ৬২ পয়েন্ট থেকে সপ্তাহ শুরু করা সূচকটি গত বৃহস্পতিবার দিনশেষে নেমে আসে ৫ হাজার ৪৬৭ দশমিক ০৫ পয়েন্টে। একই সময় ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহ সূচকের অবনতি ঘটে ১৮ দশমিক ৮৮ ও ১৫ দশমিক ৮৬ পয়েন্ট।
সূচকের অবনতির কারণে গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধনের বড় রকম অবনতি ঘটে। ৩ লাখ ৯৩ হাজার ৩০ কোটি টাকা মূলধন নিয়ে সপ্তাহ শুরু করা পুঁজিবাজারটির মূলধন সপ্তাহান্তে দাঁড়ায় ৩ লাখ ৮৯ হাজার ৮২১ কোটি টাকায়, যা টাকার অঙ্কে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা ও শতাংশের হিসাবে দশমিক ৮২ শতাংশ কম। একই কারণে হ্রাস পায় ডিএসইর মূল্য-আয় অনুপাত (পিই)। আগের সপ্তাহের ১৫ দশমিক ৪২ এর স্থলে গত সপ্তাহ শেষে ডিএসইর পিই দাঁড়ায় ১৫ দশমিক ২০, যা আগের সপ্তাহের চেয়ে ১ দশমিক ৪৩ শতাংশ কম।
অপরদিকে লেনদেনের অবনতির কারণে হ্রাস পায় সপ্তাহের লেনদেনকৃত শেয়ারসংখ্যা। গত সপ্তাহে ডিএসইতে ৮৮ কোটি ৯৮ লাখ ২০ হাজার শেয়ার হাতবদল হয়, যা আগের সপ্তাহ অপেক্ষা ১১ দশমিক ৭৫ শতাংশ কম। আগের সপ্তাহে বাজারটিতে ১০০ কোটি ৮১ লাখ ৮৫ হাজার শেয়ার হাতবদল হয়েছিল। এ সময় হ্রাস পায় বাজারটির হাওলা সংখ্যাও। ৮ লাখ ৭৫৯টির স্থলে গত সপ্তাহে ডিএসইর হাওলা ছিল ৭ লাখ ৪৯ হাজার ৩০০, যা ৬ দশমিক ৪৩ শতাংশ কম।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষ তালিকায় মিউচুয়াল ফান্ডের প্রাধান্য দেখা যায়। দরপতনের শীর্ষ ১০টির মধ্যে ৯টিই রয়েছে মিউচুয়াল ফান্ড খাতের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
এ সময় তালিকার শীর্ষে অবস্থান করছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এই ফান্ডের ১৭.৯৮ শতাংশ দর কমেছে। গড়ে প্রতিদিন ফান্ডটির ৯৮ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে ফান্ডটির ৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পতনের দ্বিতীয় স্থানে রয়েছে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এ ফান্ডের প্রতিটি শেয়ারের দর কমেছে ১৭ দশমিক ২৪ শতাংশ। গড়ে প্রতিদিন ফান্ডটির প্রায় ২৪ লাখ ২৮ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট এক কোটি ২১ লাখ টাকার ইউনিট লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এ ফান্ডের প্রতিটি শেয়ারের দর কমেছে ১৬ দশমিক ৯৫ শতাংশ।
এ তালিকায় থাকা অন্য ফান্ডগুলো হচ্ছেÑ পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, আইএফসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
প্রসঙ্গত পুঁজিবাজারের ঝুঁকি হ্রাসে ব্যবহৃত মিউচুয়াল ফান্ডগুলো নানা কারণে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ব্যর্থ হচ্ছে। গত বছরের মাঝামাঝি সময়ে ফান্ডগুলো সাময়িকভাবে মূল্যবৃদ্ধির ধারায় ফিরলেও তা টেকসই হয়নি। কারণ হিসেবে ফান্ডগুলোর ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের বিভিন্ন ত্রুটি ফান্ডগুলো সাধারণ বিনিয়োগকারীদের কাছে গ্রহণযোগ্য করার ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা ও পুঁজিবাজার কর্তৃপক্ষের যথাযথ ভূমিকার অভাবকেই দায়ী করেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা।
২০১০ সালে পুঁজিবাজার বিপর্যয়ের পর থেকেই এ খাতে আগ্রহ হারায় বিনিয়োগকারীরা। এখনও ডিএসইর তালিকাভুক্ত ৩৭টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩৩টিই লেনদেন হচ্ছে অভিহিত মূল্যের নিচে। ফলে নতুন কোনো উদ্যোক্তা বাজারে ফান্ড আনতে ভয় পান। আবার ফান্ড আনলেও এতে বিনিয়োগকারীদের স্বপ্রণোদিত অংশগ্রহণ থাকে না।


আরো সংবাদ



premium cement
জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপিকে অন্ধকারে ঠেলে দিয়েছে : ওবায়দুল কাদের রাশিয়া সমুদ্র তীরবর্তী রিসোর্টে ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৩৬ সেনা সদস্য দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ বাতিল করে কেন নতুনের জন্য বিজ্ঞপ্তি! বাইডেনের মেয়াদে রুশ-মার্কিন সম্পর্কের উন্নতির কোনো আশা নেই : রুশ রাষ্ট্রদূত ডিএমপির অভিযানে গ্রেফতার ৪০ নিউইয়র্কে মঙ্গোলিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ফ্ল্যাট জব্দ করবে যুক্তরাষ্ট্র! টাঙ্গাইলে লরি-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১ জিম্বাবুয়ে সিরিজে অনিশ্চিত সৌম্য

সকল