২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
সিআইইউতে শিক্ষার্থীদের উদ্দেশে নাদের খান

জীবনটাকে সৎভাবে চালান, সম্মান ও জীবিকার অভাব হবে না

-

শিক্ষার্থীদের সৎ থাকার পরামর্শ দিয়ে পেডরোলো এনকে লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিআইইউ ট্রাস্টি বোর্ডের সদস্য মো: নাদের খান বলেছেন, জীবনটাকে সৎভাবে চালান। সৎ থাকলে ইজ্জত ও জীবিকার অভাব হবে না। তিনি সম্প্রতি নগরের জামালখানস্থ চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) মিলনায়তনে বিশ^বিদ্যালয়ের ব্যবসায় অনুষদ আয়োজিত ‘করপোরেট টক’ শীর্ষক অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে এ কথা বলেন। সিআইইউর ভিসি অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন সিআইইউর ব্যবসায় অনুষদের অধ্যাপক ড. নুরুল আবসার নাহিদ। এতে মূল বক্তার বায়োগ্রাফি পাঠ করেন সিআইইউ ব্যবসায় অনুষদের ডিন ড. মো: নাঈম আব্দুল্লাহ। অনুষ্ঠানের সভাপতি সিআইইউর ভিসি অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, আমেরিকার বিশ^বিদ্যালয়গুলো কেইস স্টাডি মেথডের ওপর জোর দেয়। যেখানে ক্লাসে নতুন নতুন কেইস উপস্থাপন করা হয় এবং শিক্ষার্থীরা সেগুলো সমাধান করে। আগামীতে সিআইইউর করপোরেট টক অনুষ্ঠানগুলোও একই পদ্ধতিতে পরিচালিত হবে। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement