১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সোস্যাল ইসলামী ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সিরাজুল হকের যোগদান

-

মো: সিরাজুল হক সম্প্রতি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। এসআইবিএলে যোগদানের আগে তিনি ঢাকা ব্যাংক লিমিটেডের এসইভিপি এবং ইসলামিক ব্যাংকিং বিভাগ, এসএমই ও স্পেশালাইজড ক্রেডিট ডিপার্টমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সিরাজুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮৭ সালে ব্যাংক ইন্দোসুয়েজে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু এবং পরে তিনি এফএভিপি হিসেবে ঢাকা ব্যাংকে যোগদান করেন। এরপর ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার হিসেবে ফয়সাল ইসলামী ব্যাংক অব বাহরাইনে কাজ করে ১৯৯৯ সালে পুনরায় ঢাকা ব্যাংকে ভিপি হিসেবে যোগ দেন। ঢাকা ব্যাংকের অ্যাকাউন্টিং ম্যানুয়েল ও ইসলামিক ব্যাংকিং ম্যানুয়েল তার হাত ধরেই প্রণীত হয়। তিনি ঢাকা ব্যাংকের এসএমই বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে ঢাকা ব্যাংক, বাংলাদেশ ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন কর্তৃক ঘোষিত ‘বেস্ট ম্যানুফ্যাকচারিং সেক্টর ফ্রেন্ডলি ব্যাংক-২০১৪’ হিসেবে পুরস্কার লাভ করেন। বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement