২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

এনসিসি ব্যাংক বোর্ডের বিভিন্ন কমিটির চেয়ারম্যান নির্বাচিত

-

এনসিসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় সম্প্রতি এস এম আবু মহসিন পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান, ইয়াকুব আলী মন্টু ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এবং মো: আমিরুল ইসলাম অডিট কমিটির চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন। নির্বাহী কমিটির চেয়ারম্যান আবু মহসিন চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোক্তা পরিচালক এবং সেন্ট্রাল হসপিটাল লিমিটেডের পরিচালক। তিনি অ্যালায়েন্স ডিপ সি ফিসিং লিমিটেড, জে এম শিপিং লাইন্স ও ফুড অ্যান্ড একোমোডেশন কোং লিমিটেডের চেয়ারম্যান এবং ব্রাদার্স অক্সিজেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি শিল্পগ্রুপ মোজাহের ঔষধালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এস এম মোজাহেরুল হকের ছেলে এবং মোজাহের গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক। ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ইয়াকুব আলী মন্টু চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক ছিলেন। এ ছাড়া তিনি আলী ফ্যাশন লিমিটেড, আনোয়ারা পেপার মিলস লিমিটেড, ডায়মন্ড সিমেন্ট লিমিটেড, এইচজি এভিয়েশন লিমিটেড, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যান্ড এগ্রো কেমিক্যালস লিমিটেড, রিজেন্ট স্পিনিং মিলস লিমিটেড এবং রিজেন্ট এনার্জি অ্যান্ড পাওয়ার লিমিটেডসহ অনেক শিল্পপ্রতিষ্ঠানের উদ্যোক্তা এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। অডিট কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বরিশাল জেলার উজিরপুর উপজেলার বাহেরঘাটে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে বিকম (অনার্স) ও এমকম ডিগ্রি লাভ করেন। এ ছাড়াও তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং চার্টার্ড সেক্রেটারি। তিনি প্রায় ২৯ বছর বিএসআরএস/বিডিবিএল-এ জেনারেল ম্যানেজার ও সিনিয়র কনসালট্যান্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সময়ে ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড ও হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের স্বতন্ত্র পরিচালক। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement