২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

মার্কেন্টাইল ব্যাংকের বিএএমএলসিও সম্মেলন অনুষ্ঠিত

-

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের বিএএমএলসিও সম্মেলন গত ৮ সেপ্টেম্বর রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টসে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ১২৯টি শাখার ১২৯ জন মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা এতে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের অপারেশনাল হেড মো: জাকির হোসেন চৌধুরী। উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মতিউল হাসান। অতিথি বক্তা ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মো: রোকন উজ জামান। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: জাকির হোসাইন ও আদিল রায়হান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও উপপ্রধান মানিলন্ডারিং প্রতিরোধ কর্মকর্তা শামীম আহম্মদ এবং ভাইস প্রেসিডেন্ট ও মানিলন্ডারিং প্রতিরোধ বিভাগের প্রধান মো: নাছিম আলমসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement