২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

অষ্টম কমওয়ার্ডে ১৩টি পুরস্কার পেল রবি ও এয়ারটেল

-

ক্যানস লায়নস ইন্টারন্যাশনাল অব ক্রিয়েটিভিটির সহযোগিতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘অষ্টম কমওয়ার্ডে ২০১৮’তে ১৩টি পুরস্কার পেয়েছে রবি আজিয়াটা লিমিটেডের দুই ব্র্যান্ড রবি ও এয়ারটেল। বাজারের শীর্ষ ব্র্যান্ডের সাথে প্রতিযোগিতার মাধ্যমে রবির তিনটি ক্যাম্পেইন বিজয় ইতিহাস, তৃতীয় লিঙ্গ সম্পর্কে সামাজিক সচেতনতা এবং রবি টেন মিনিট স্কুলের এইচএসসি ক্রাশ কোর্স তিনটি গ্র্যান্ড প্রিক্স (সর্বোচ্চ স্বীকৃতি), ছয়টি গোল্ড এবং একটি সিলভার পুরস্কার জিতেছে। অন্য দিকে গান/জিঙ্গেল ও ন্যাটিভ ক্যাটাগরির আওতায় রিজিওনাল নেটওয়ার্ক ক্যাম্পেইনের জন্য দু’টি গোল্ড পুরস্কার এবং ডিজিটাল ক্যাটাগরিতে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি টুর্নামেন্ট চলাকালে দ্রুত বিপণনের জন্য একটি সিলভার পুরস্কার পেয়েছে বন্ধুদের নম্বর-১ নেটওয়ার্ক, এয়ারটেল। উদ্ভাবনী ডিজিটাল সল্যুশনের মাধ্যমে আমাদের দেশের স্বাধীনতার গৌরবময় ইতিহাসকে তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে ২০১৭ সালের ডিসেম্বরে বিজয় ইতিহাস ক্যাম্পেইন চালু করে রবি। গ্রাহকেরা ২ থেকে ৫০০ টাকার নোট স্ক্যান করে ১৯৫২ থেকে ১৯৭১ সালের গৌরবময় ইতিহাস জানতে পারছেন। টাকার নোটের সহজলভ্যতা বিবেচনা করে এই পদ্ধতি বেছে নেয়া হয়েছে। বেস্ট ক্যাম্পেইন ও মোবাইল ক্যাটাগরিতে দু’টি গ্রান্ড প্রিক্স এবং নেটিভ, ফিল্ম ক্রাফট, ইনোভা ও ডিজিটাল ক্যাটাগরিতে পাঁচটি গোল্ড পুরস্কার পেয়েছে রবি। এ ছাড়াও তৃতীয় লিঙ্গ সম্পর্কে সামাজিক সচেতনতা ক্যাম্পেইনের জন্য ভিডিও তৈরি করায় রবি একটি গ্র্যান্ড প্রিক্স ও একটি সিলভার পুরস্কার পেয়েছে। মানবিক আবেদনসমৃদ্ধ ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিজ্ঞপ্তি।

 

 

 


আরো সংবাদ



premium cement