২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সাত হাজার ৪.৫জি সাইট নিয়ে ৪.৫জি নেটওয়ার্ক রবির

-

রবি আজিয়াটা লিমিটেড গত ১১ আগস্ট সাত হাজার ৪.৫জি সাইটের মাইলফলকে পৌঁছেছে। এর ফলে দেশের ৫৪৪টি থানার মধ্যে ৫৩২টি থানায় এবং ৪৯০টি উপজেলার মধ্যে ৪৭৭টি উপজেলায় ৪.৫জি নেটওয়ার্ক বিস্তৃত করেছে রবি, যার আওতায় রয়েছে ৬৪ শতাংশ জনসংখ্যা। রবির চিফ টেকনোলজি অফিসার মেধাত আল হোসেনি বলেন, ‘দেশজুড়ে ৪.৫জি নেটওয়ার্কের বিস্তৃতি নিয়ে আমরা শুরু থেকেই প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। বর্তমানে বাংলাদেশের ৯৮ শতাংশ থানা ও উপজেলা রবির ৪.৫জি সেবার আওতায় রয়েছে।’ বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement