২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

চীনের বিনিয়োগের অর্থ ছাড়ের প্রত্যাশায় পুঁজিবাজার চাঙ্গা

-

পুঁজিবাজার চাঙ্গা অবস্থার দিকে ফেরার চেষ্টা করছে। ঈদের পর কিছুটা ইতিবাচক পথে আসার চেষ্টা করছে। যার কারণে গত তিন দিন ধরেই বাজারে লেনদেন ও মূল্য সূচক ঊর্ধ্বমুখী। গতকাল ঢাকা স্টকে ৬৭৬ কোটি ৯৭ লাখ ২৪ হাজার ৭৫৬ টাকা মূল্যের স্টকে হাতবদল হয়েছে। বাজার সংশ্লিষ্ট ও বিশ্লেষকেরা বলছেন, বিনিয়োগকারী হিসেবে ঢাকা স্টকের দায়িত্ব নিতে যাচ্ছে চীনা কোম্পানি। তাদের সাথে চুক্তি হিসেবে ২৫ শতাংশ অর্থ বিনিয়োগ করার কথা, যা আগামী জুলাই মাসে কিছু বিনিয়োগ করার কথা। সে কারণেই সাধারণ বিনিয়োগকারীরা বাজারের প্রতি ঝুকেছে। তবে মার্চেন্ট ব্যাংকগুলো বাজারে সক্রিয় না হলে এটাকে ধরে রাখা যাবে না বলেও তারা জানান।
ডিএসইর তথ্যানুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৩৭টি কো¤পানির ১৩ কোটি ১৭ লাখ ৯৩ হাজার ৪৬৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৬৭৬ কোটি ৯৭ লাখ ২৪ হাজার ৭৫৬ টাকা। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৯.৯১ পয়েন্ট বেড়ে ৫৩৮৪.৮৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১২.২৩ পয়েন্ট বেড়ে ১৯৫৪.৭১ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৯.৮৪ পয়েন্ট বেড়ে ১২৫০.৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ২০৪টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার। বর্তমানে ডিএসই’র বাজার মূলধন ৩ লাখ ৮৩ হাজার ১০২ কোটি ৮২ লাখ ৭৩ হাজার ৪১৩.৩৩ টাকা।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষে থাকা ১০টি কো¤পানি হলোÑ আলিফ ইন্ডা:, খুলনা পাওয়ার, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, নাভানা সিএনজি, ইউনাইটেড পাওয়ার, ফার্মা এইড, গ্রামীণ ফোন, মুন্নু সিরামিকস, বেক্সিমকো লিমিটেড ও উসমানিয়া গ্লাস ফ্যাক্টরি।
আর দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০টি কো¤পানির মধ্যে রয়েছে ফু-ওয়াং ফুড। ডিএসইর তথ্যানুযায়ী, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ। তথ্য অনুযায়ী, গতকাল বুধবার শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানিটি ১ হাজার ৬৭১ বারে ৩০ লাখ ৮০ হাজার ৬৯১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ২৮ লাখ টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড। কোম্পানিটির স্টক দর বেড়েছে ১৫ টাকা ৩০ পয়সা বা ৯.৯৭ শতাংশ। গতকাল সর্বশেষ ১৬৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২ হাজার ৯৭৬ বারে ৭ লাখ ৮ হাজার ৭৮৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৫৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছেÑ এটলাস বাংলাদেশ, জাহিন টেক্স, অ্যাপেক্স স্পিনিং, মুন্নু সিরামিক, বিডি অটোকার্স, জেএমআই সিরিঞ্জ, লিবরা ইনফিউশন ও রিজেন্ট টেক্সটাইল লিমিটেড।
অন্য দিকে দর পতনে শীর্ষে থাকা ১০টি কো¤পানির মধ্যে রয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স। গতকাল কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৯ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ২৬ শতাংশ বলে ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। শেয়ারটি গতকাল সর্বশেষ ৯৬ টাকা দরে প্রতিটি শেয়ার লেনদেন হয়েছে। এ দিন ৫৫৭ বারে কোম্পানির ১ লাখ ৪৮ হাজার ২৮৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১ কোটি ৪৮ লাখ টাকা। লুজারের দ্বিতীয় স্থানে থাকা জিলবাংলা সুগার মিলসের ৩ টাকা ২০ পয়সা বা ৬ দশমিক ২৯ শতাংশ দর কমেছে। কোম্পানিটির স্টক সর্বশেষ ৪৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে। গতকাল ৪৪ বারে ৭ হাজার ৫৩৯টি শেয়ার লেনদেন করেছে। দরপতনে শীর্ষে থাকা অন্যান্য প্রতিষ্ঠান হলোÑ পিপলস ইন্সু:, শ্যামপুর সুগার, কেডিএস এক্সেসরিজ, এশিয়া ইন্সু:, ইস্টার্ন কেবলস, সমতা লেদার, বেক্সিমকো সিনথেটিকস ও মেঘনা কন্ডেন্সড মিল্ক।
গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৯ কোটি ৬৩ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৬১৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির শেয়ার দর।
আনোয়ার গ্যালভানাইজিং
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে কোম্পানিটি ঢাকা স্টককে জানিয়েছে। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) ডিএসই সূত্র বলছে।
সূত্র আরো বলছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই গত ১৯ জুন নোটিশ পাঠায়। তার জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে। আর বাজার পর্যবেণে দেখা যায়, ডিএসইতে ৭ জুন আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর ছিল ৭২ টাকা ৭০ পয়সা ছিল। ১৯ জুন তা ৮৪ টাকা ৭০ পয়সায় উন্নীত হয়। তবে শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপ।


আরো সংবাদ



premium cement
‘পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে’ গাজাবাসীর প্রধান কথা- ‘আমাদের খাবার চাই’ অধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনতার ঐক্যের বিকল্প নেই : ডা: শফিকুর রহমান সোনাগাজীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ২২ কিশোর গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

সকল