২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

উবার সাউথ এশিয়ার প্রেসিডেন্ট প্রদীপ পরমেশ্বরন

-

বিশ্বের সর্ববৃহৎ রাইড শেয়ারিং কোম্পানি উবারের ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রদীপ পরমেশ্বরন। উবারের রিজিওনাল লিডারশিপ টিমের অন্যতম সদস্য এখন থেকে তাদের ইন্ডিয়া ও সাউথ এশিয়ার রাইডস অপারেশন বিভাগের দায়িত্ব পালন করবেন। নিয়োগের বিষয়টি নিশ্চিত করে অমিত জেইন, হেড অফ এশিয়া প্যাসিফিক, উবার (রাইডস) বলেন, ‘আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, এখন থেকে প্রদীপ পরমেশ্বরন উবারের ইন্ডিয়া ও সাউথ এশিয়া রিজিয়নের রাইডস অপারেশন বিভাগের প্রেসিডেন্ট পদের দায়িত গ্রহণ করেছেন। আমি বিশ্বাস করি, যে তিনি উবার ইন্ডিয়া ও সাউথ এশিয়াকে এক অন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন।’ এই প্রসঙ্গে উবার ইন্ডিয়া ও সাউথ এশিয়ার নবনিযুক্ত প্রেসিডেন্ট প্রদীপ পরমেশ্বরন বলেনÑ ‘বিশ্বের অভিনব, উদ্দীপনাসম্পূর্ণ ও ল্য পূরণে কাজ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে উবার একটি। আরো অনেক চালক, যাত্রী এবং শহরে রাইড শেয়ারিংয়ের উপকার পৌঁছে দেয়ার ল্েয এই গুরুত্বপূর্ণ মার্কেটে আমাদের প্রতিষ্ঠানের ব্যবসায় নেতৃত্ব দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’ প্রদীপ পরমেশ্বরন ২০১৭ সালের জানুয়ারি মাসে উবারে যোগদান করে সাউথ এশিয়ার সেন্ট্রাল অপারেশন্স ডিপার্টমেন্টের দায়িত্বে নিযুক্ত ছিলেন। উবারের যাত্রী ও চালকদের নিরাপত্তা বিষয়ে তিনি বিভিন্ন যুগোপযোগী পদপে গ্রহণ করেছেন। হিন্দুস্তান লেভারের আইসক্রিম সেকশন থেকে তিনি তার চাকরিজীবন শুরু করেছিলেন। প্রদীপ একজন উঠতি অ্যাঞ্জেল ইনভেস্টর। ভালোবাসেন পোকার ও গল্ফ খেলতে। পারিবারিক জীবনে প্রদীপ এবং কবিতা দম্পতির এক ছেলে (ইয়াজ, ৯) ও এক মেয়ের (ইয়াগিনি, ৬)। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement