২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

পিরোজপুরে পাঁচ যুবকের ১০ বছর করে কারাদণ্ড

পিরোজপুরে পাঁচ যুবকের ১০ বছর করে কারাদণ্ড - ছবি: প্রতীকী

পিরোজপুরের কাউখালী উপজেলার বড় বিড়ালঝুড়ি গ্রামের একটি ডাকাতির মামলায় পাঁচ জনকে আদালত দশ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সোমবার পিরোজপুরের জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কামরুল ইসলাম ওরফে নাঈম, আরিফ হোসেন, আনিস, আতিক ও আরিফ। আসামিদের বয়স ৩০ বছর থেকে ৪০ বছর। আদালত কারাদণ্ড ছাড়াও প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

জানা গেছে, ২০১২ সালের ২৬ জুলাই দণ্ডপ্রাপ্তরা ওই গ্রামের নজরুল ইসলাম খানের বাড়িতে ডাকাতি করে। সাক্ষ্য প্রমাণে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। রাষ্ট্রপক্ষে পিপি খান মো: আলাউদ্দিন ও আসামি পক্ষে অ্যাডভোকেট ফাতেমা বেগম লাকী মামলা পরিচালনা করেন।


আরো সংবাদ



premium cement