২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আমতলীতে সন্তান হত্যায় বাবার দায় স্বীকার

ঘাতক জাহাঙ্গীর সিকদার - ছবি: নয়া দিগন্ত

বরগুনার আমতলীতে শিশু সন্তান জিদনী হত্যায় দায় স্বীকার করেছে পাষণ্ড বাবা জাহাঙ্গীর সিকদার। রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: সাকিব হোসেনের আদালতে জবানবন্দি দেন। পরে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন, পাষণ্ড বাবা জাহাঙ্গীরকে আদালতে নিয়ে গেলে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্ধি দেন। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণে নির্দেশ দেন।

এদিকে শিশুকন্যা জিদনীর মা সীমা আক্তার মেয়েকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়েছেন। তবে শিশু কন্যা হত্যার বিচার দাবী করেন তিনি।

এর আগে ১৬ জানুয়ারী বৃহস্পতিবার রাতে শিশু সন্তান জিদনীকে কাঁথা মুড়িয়ে ডোবায় ফেলে দেন পাষণ্ড বাবা জাহাঙ্গীর সিকদার। পরে স্ত্রী সীমা ও তার শাশুড়ী পারুল বেগমের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ডোবা থেকে লাশ উদ্ধার করেন। খবর শুনে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সন্দেহজন বাবা জাহাঙ্গীর আলমকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশি জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করায় পরদিন তাকে গ্রেফতার দেখানো হয়।


আরো সংবাদ



premium cement