১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

- ফাইল ছবি

বরগুনার আমতলীতে সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে খুরিয়ারঘাট বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে মটরসাইকেল যোগে কুয়াকাটা যাওয়ার পথে আমতলী কলাপাড়া সড়কে খুরিয়ারঘাট বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা টমটমের সংঘর্ষে আহত হয় তানভীর ও তার সাথে থাকা শহিদ (৩০)। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে আমতলী থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।হাসপাতালে আনার পর তানভিরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে বিকাল ৫টায় তানভীর (২৫) মারা যায়।

তানভীর (২৫) মাইজদী উপজেলার আনোয়ার হোসেনের ছেলে।

অপরদিকে বিকেল ৫টার সময় আমতলী-কলাপাড়া সড়কে মানিকঝুরি নামক স্থানে মটরসাইকেল  নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে মারা যায় বেকারী ব্যবসায়ী শাহ আলম ফকির (৩৫)। জানা যায়, আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডের বেকারী ব্যবসায়ী শাহআলম ফকির কলাপাড়া যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শাহআলম ফকির মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের উপরে উঠিয়ে দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে শাহআলম ফকিরকে আমতলী থানা  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চকিৎিসক তাকে মৃত ঘোষণা করনে।

এ ঘটনা নিশ্চিত করেন আমতলী থানার এসআই শাহাবুল আহমেদ।


আরো সংবাদ



premium cement