২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বরগুনায় মাটির নিচে পুতে ফেলা হলো ২৫ মণ হাঙ্গরের বাচ্চা

- প্রতীকী ছবি

বরগুনার পাথরঘাটার নতুন বাজার খাল সংলগ্ন শুটকি পল্লি থেকে ২৫ মণ হাঙ্গরের বাচ্চা জব্দ করেছে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন। এসময় দুইজনকে আটক করেছে তারা।

রোববার সকালে আটকৃত দুই জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০০ টাকা করে মোট ৪০০ টাকা জরিমানা করা হয়।

এর আগে শনিবার রাতে ওই খালের মোহনার শুটকি পল্লি থেকে ২৫ মণ মাছসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, পাথরঘাটা পৌরসভার ছোট পাথরঘাটা এলাকার হাকিম সিকদারের ছেলে বাবুল সিকদার (৪৫) এবং একই এলাকার আব্দুল ছত্তার (৩০) তার বাবার নাম জানা যায়নি।

এ বিষয়ে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেঃ বিশ্বজিৎ বড়ুয়া বলেন, গত রাতে খবর পেয়ে পাথরঘাটা খালের উত্তর পাশের ৯ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে ২৫ মণ হাঙ্গর মাছের বাচ্চা জব্দ করা হয়েছে। এসময় দুই জনকে আটক করা হয়েছে। পরে সেখানেই হাঙ্গরের বাচ্চাগুলো মাটির নিচে পুতে ফেলা হয়েছে। আটক দুই জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।


আরো সংবাদ



premium cement