১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বরিশালে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত

- ছবি : নয়া দিগন্ত

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির নিঃশর্ত দাবী জানিয়ে বরিশাল মহানগরসহ বিভাগের ৬ জেলা বিএনপির হালনাগাদ তথ্য সংগ্রহের পর্যবেক্ষণে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৬ অক্টোবর বরিশাল সদররোডস্থ টাউনহল সংলগ্ন জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব খায়রুল কবীর খোকন।

সাংগঠনিক আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সাবেক এমপি হাফিজ ইব্রাহিম, মেজবা উদ্দিন ফরহাদ, ও আবুল হোসেন খান, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ্, জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, দক্ষিণ বরিশাল জেলা বিএনপি সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দাল আলি খান লেলিন, নুরুল ইসলাম নয়ন, কাজী রওনকুল ইসলাম সহ বরিশাল বিভাগের ৬ জেলার সভাপতি/ সম্পাদকবৃন্দ।

সভার শুরুতে প্রধান অতিথি যুগ্ম-মহাসচিব খাইরুল কবীর খোকন গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে সারাদেশে ২ কোটির উপর সদস্য রয়েছে ।

আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে সকল স্তরে সদস্য সংখ্যা স্থায়ীভাবে চিহ্নিত করার জন্য কাজ করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল