২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

পাথরঘাটায় চিকিৎসকের অবহেলায় বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

নিহত বৃদ্ধ সেলিম পহলান - নয়া দিগন্ত

বরগুনার পাথরঘাটায় চিকিৎসকের অবহেলার কারণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত বৃদ্ধের নাম সেলিম পহলান (৬০)। তিনি পাথরঘাটা পৌরসভার ৩নং ওয়ার্ডের মৃত আব্দুর রাজ্জাক পহলানের ছেলে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহত সেলিম পহলান বিএনপির প্রবীণ নেতা এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়িতে হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করায় বৃহস্পতিবার সকালে চিকিৎসা নিতে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আসেন সেলিম পহলান। সেখানে ডাক্তারের সাথে কথা বলতে গেলে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন অযুহাত দেখিয়ে তাকে চিকিৎসা সেবা দিতে বিলম্ব করে। বৃদ্ধ রোগী সেলিম পহলান ভালো বোধ না করলেও প্রয়োজনীয় জরুরী চিকিৎসা সেবা দিতে বিলম্ব করার কারণ জানতে চাইলে সেখানে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এর একপর্যায়ে ঘটনাস্থলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালটি নিহত সেলিম পহলানের বাবা আব্দুর রাজ্জাক পহলানের দানকৃত জমির উপর গড়ে ওঠে।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা বশির আহমেদ জানান, বৃহস্পতিবার সকালে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন স্থানীয় সেলিম পহলান। তিনি চিকিৎসকের সাথে সাক্ষাৎ করতে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মাহবুবুর রহমান তার কাছে হাসপাতালের সরকারি টিকিট চান। তখন সেলিম পহলানের সাথে টিকিট না থাকায় চতুর্থ শ্রেণীর কর্মচারীর দ্বারা টিকিট আনতে পাঠানো হয়। টিকিট নিয়ে আসতে দেরি হওয়ায় তিনি উত্তেজিত হলে ঘটনাস্থলেই হার্ট অ্যাটাক করে মারা যান। এখানে দায়িত্বে অবহেলার কোনো অভিযোগ থাকলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
মধুখালীর ঘটনায় সঠিক তদন্ত দাবি হেফাজতের ফর্মে ফিরলেন শান্ত জামায়াতের ৫ নেতাকর্মীকে পুলিশে সোপর্দ যুবলীগ কর্মীদের, নিন্দা গোলাম পরওয়ারের চায়ের সাথে চেতনানাশক খাইয়ে স্বর্ণালঙ্কার চুরি ঈশ্বরগঞ্জে সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার ফারজানাকে সংবর্ধনা যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে‘ভিত্তিহীন' তথ্য ব্যবহারের অভিযোগ বাংলাদেশ সরকারের মোদির মুসলিমবিরোধী মন্তব্যের প্রতিবাদ করায় সংখ্যালঘু নেতাকে বহিষ্কার ফ্লোরিডায় বাংলাদেশ কনস্যুলেটের নতুন কনসাল জেনারেল সেহেলী সাবরীন চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মৃত্যু কেএনএফ সম্পৃক্ততা : গ্রেফতার ছাত্রলীগ নেতা সম্পর্কে যা জানা গেছে দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ

সকল