২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে ৬ জেলে নিখোঁজ, স্বজনদের আহাজারি

বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে ৬ জেলে নিখোঁজ, স্বজনদের আহাজারি - নয়া দিগন্ত

বঙ্গোপসাগরে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বন্দরের একটি ট্রলার ডুবির ঘটনায় ৬ জেলে নিখোঁজ রয়েছে। উদ্ধারে নেই কোন অগ্রগতি। পরিবারে চলছে শোকের মাতম।

জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর কুয়াকাটার পূর্ব পাশে বঙ্গোপসাগরে নিন্মচাপের প্রভাবে সৃষ্ট ঝড়ের কবলে পড়ে মাছ শিকারে যাওয়া পাড়েরহাট বন্দরের ট্রলার মালিক আলহাজ ইকবাল হোসেনের এফবি আল সাত্তার নামে ট্রলারটি ডুবে যায়। এসময় ডুবে যাওয়া ট্রলারের ১৯ জন জেলের মধ্যে ১৩ জনকে পার্শ্ববর্তী অন্য ট্রলারের জেলেরা জীবিত উদ্ধার করতে সক্ষম হন এবং অপর ৬ জেলেকে উদ্ধার করতে পারেনি।

এ ঘটনায় ইন্দুরকানী উপজেলার কালাইয়া গ্রামের মৃত হাবিব মল্লিকের ছেলে বাদশা মল্লিক ওরফে আলমগীর, নাজিরপুর উপজেলার শেখ মাটিয়া ইউনিয়নের মোঃ হারুন পশারির ছেলে মোঃ ফায়েক পশারি, একই এলাকার দলিল উদ্দিন হাওলাদারের ছেলে মোঃ মনির হাওলাদার, মোঃ আনোয়ার হোসেন, পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের সঞ্জয় নামে ৬ জেলে নিখোঁজ রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। পরিবারের লোকজন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
পাড়েরহাট বন্দর ট্রলার মালিক সমিতি দপ্তর সম্পাদক আবু সাফায়েত জানান, বঙ্গোবসাগরে বৃহস্পতিবার পাড়েরহাট বন্দরের একটি ট্রলার ডুবে ৬ জেলে নিখোঁজ হয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে নিখোঁজ জেলে ও ট্রলার উদ্ধারের কোন অগ্রগতি নেই। তবে সাগরে জেলেদের যেকোন দুর্ঘটনায় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 

 


আরো সংবাদ



premium cement
ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ অবন্তিকার আত্মহত্যা : জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবারো নামঞ্জুর পাথরঘাটায় বদর দিবস পালনে দেড় হাজার মানুষের ইফতারি আদমদীঘিতে ৭২ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সকল