১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সাপের কামড়ে প্রাণ গেল সাপুড়ের

সাপের কামড়ে প্রাণ গেল সাপুড়ের - ছবি : সংগৃহীত

ত্রিশোর্ধ্ব বয়সে মো.রুবেল হাওলাদার সাপ ধরত। সাপের খেলা দেখাতো। হাত দিয়ে সাপের ফনা তুলতো। সেই সাপের কামড়েই প্রাণ গেল সাপুড়ে রুবেল হাওলাদারের। শনিবার ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার তারাবুনিয়া গ্রামে সাপের দংশনে অসুস্থ হলে রোববার সকালে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, তারাবুনিয়া গ্রামের মো. হোসেন আলীর ছেলেসাপুড়ে রুবেল হাওলাদার শনিবার বিকেলে তার পালিত সাপের ঝাপিদিয়ে বিষধর সাপ বের করছিলেন। এসময় একটি সাপ তাকে দংশন করে।এতে সে গুরুতর অসুস্থ হয়ে পরে।

পরে স্বজনরা তাকে পাশ্ববর্তী ছোনাউটা মোল্লাখালী এলাকার এক মহিলা ওজার কাছে নিয়ে যায়। রাত ৯ ঝাড়ফুক দেয়ার পর কোন কাজ হয়নি। রোববার সকালে উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) নেয়ার পর চিকিৎক তাকে মৃত্যু ঘোষণা করেন।

নিহত রুবেল হাওলাদার দুই সন্তানের জনক ছিলেন। স্বজনরা জানায়, রুবেল তাদের আগেই জানিয়ে ছিল তাকে সাপে কাটলে কোন ডাক্তার কিংবা ওজা দেখানোর প্রয়োজন নেই। বাড়ির মসজিদে একদিন একরাত শোয়াইয়া রাখলে এমনিতেই সে বেঁচে উঠবে।

এমন ধারণায় রোববার নির্ধারিত সময় তাকে জানাজা দেওয়াহয়নি। সাবেক ইউপি সদস্য এনামুল হক রেন্টু বলেন, ঘটনাটি মর্মান্তিক। সঠিক সময়ে চিকিৎসা করালে হয়তো তার প্রাণ রক্ষা হতো।


আরো সংবাদ



premium cement