২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

দেশ চরম নৈরাজ্য ও অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে : জেএসডি

-


জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেছেন, দেশ আজ চরম নৈরাজ্য ও অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে। এক সরকারী কর্মকর্তার স্ত্রী প্রিয়া সাহা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিকট এই মর্মে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেছেন যে, বাংলাদেশ থেকে ৩৭ মিলিয়ন সংখ্যালঘু মানুষ নিখোঁজ হয়েছে। যার মাধ্যমে পরোক্ষভাবে সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের দায়ী করা হয়েছে। দেশোদ্রোহী এই ধরণের মিথ্যা অভিযোগের পরও সরকার প্রিয়া সাহার বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা গ্রহন করেনি। 

বুধবার জেএসডি নেতৃবৃন্দ এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এসব কথা বলেন।

তারা আরো বলেন, প্রতিদিন নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে, ছেলে ধরার নামে পিটিয়ে মারা হচ্ছে। এ বিষয়ে যেমন সরকার নির্বিকার তেমনি বন্যায় হাজার হাজার গ্রাম তলিয়ে যাচ্ছে-এ নিয়ে সরকারের উল্লেখযোগ্য কোন তৎপরতা লক্ষণীয় নয়। একটা স্বাধীন দেশে এ অবস্থা চলতে পারে না। এর বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী ও সামাজিক সংগঠনকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

 


আরো সংবাদ



premium cement

সকল