২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ঠিকানা পেল মায়ের বেঁচে দেয়া সেই নবজাতক

হাসপাতালে এক পুলিশ সদস্যের কোলে শিশুটি - ছবি : নয়া দিগন্ত

পিরোজপুর সদর হাসপাতালে মায়ের বেঁচে দেয়া সেই নবজাতক কন্যা শিশুটিকে সমাজকল্যাণ বিভাগের শিশু লালন কেন্দ্র বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলায় বিভাগীয় বেবীহোম ছোটমনি নিবাসে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে পিরোজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন এ আদেশ দেন।

এর আগে শিশু বিক্রি হওয়ার অভিযোগ শুনে পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটিকে তাদের হেফাজতে নেয় এবং পুলিশের তত্ত্বাবধানে হাসপাতালে রেখেই সমাজসেবা অধিদফতরের মাধ্যমে শিশুটির খাবার ও চিকিৎসা সেবা দেয়া হয়। পরবর্তীতে শিশুটিকে সরকারিভাবে লালন পালনের জন্য আদালতে আবেদন করা হলে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার লালন-পালনের দায়িত্ব সমাজসেবা বিভাগের কাছে অর্পণ করেন।

জেলা সমাজসেবা অধিদফতরের প্রবেশন অফিসার জাকির হোসেন জানান, আদালতের নির্দেশে শিশুটি তার তত্ত্বাবধানে রয়েছে। বুধবার সকালে নবজাতককে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলায় সমাজসেবা অধিদফতরের শিশু লালন কেন্দ্র বিভাগীয় বেবীহোম ‘ছোটমনি নিবাসে’ প্রেরণ করা হয়।


আরো সংবাদ



premium cement