২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
উপজেলা পরিষদ নির্বাচন

মঠবাড়িয়ায় বিদ্রোহী প্রার্থীর কাছে নৌকার ভরাডুবি

মঠবাড়িয়ায় বিদ্রোহী প্রার্থীর কাছে নৌকার ভরাডুবি - নয়া দিগন্ত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর কাছে নৌকার ভরাডুবি হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সদস্য রিয়াজ উদ্দিন আহমেদ ৪৭ হাজার ৬৬৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের হোসাইন মোসারফ সাকু পেয়েছেন ২১ হাজার ৩৯৮ ভোট। মঙ্গলবার সকাল নয়টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৮১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

হোসাইন মোসারফ সাকুকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আশরাফুর রহমানের ভাই উপজেলা আওয়ামী লীগের সদস্য রিয়াজ উদ্দিন আহমেদ বিদ্রোহী প্রার্থী হন। তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে আরিফুর রহমান ৪৩ হাজার ৯০৯ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট নাসরিন জাহান ৪২ হাজার ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

চতুর্থ ধাপে ৩১ মার্চ নির্বাচন হওয়ার কথা থাকলেও নির্বাচনের প্রচার অভিযানকে কেন্দ্র করে হত্যা ও দাঙ্গা-হাঙ্গামার কারণে গত ২৮ মার্চ নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করেন।


আরো সংবাদ



premium cement