২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ভোলায় ফণী’র তাণ্ডব : ১ জনের মৃত্যু, ২ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

-

ঘূর্ণিঝড় ফণী’র আঘাতে ভোলা সদরের দক্ষিণ দিঘলদী ইউনিয়নে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। শান্তিরহাট এলাকায় ঘরচাপা পড়ে নিহত হয়েছে রানী বেগম (৫০) নামের এক নারী। এছাড়া আহত হয়েছে আরো অর্ধশতাধিক।

আজ শনিবার ভোরে এ জেলায় আঘাত হানে ফণী।

নিহত রানী বেগম ওই এলাকার সামসল হকের স্ত্রী ও দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাঁধের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, ভোরে ভারী বর্ষণের সাথে প্রবল বেগে ঘূর্ণিঝড় শুরু হয়। এতে দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বালিয়া, শান্তিরহাট, কোড়ালিয়া গ্রামের শতাধিক ঘড়বাড়ি বিধ্বস্ত হয়। এতে ঘর চাপা পড়ে বাঁধে আশ্রিত ওই নারী মারা যান।

দক্ষিণ দিঘলদী ইউনিয়ন পরিষদের সচিব সফিকুল ইসলাম জানান, ঝড়ের সময় ঘর চাপাপড়ে এক নারী নিহত হয়েছে। এছাড়াও অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

অপরদিকে দৌলতখানের মদনপুর ও মনপুরায় ঝড়ে ৭০টি ঘর বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।


আরো সংবাদ



premium cement