২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সড়কে বিদ্যুতের খুঁটি রেখেই ঢালাই

- ছবি : নয়া দিগন্ত

পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের নতুন ব্রিজ ঢাল থেকে মসজিদের পুকুরপাড় পর্যন্ত প্রধান সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই আরসিসি সড়ক ঢালাই করেছেন পটুয়াখালী সড়ক ও জনপদ বিভাগ। ফলে যানবাহন চলাচলে বাধা হয়ে দাঁড়িয়েছে সড়কের মাঝখানের বৈদ্যুতিক খুঁটি। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

জানা গেছে, বরিশালের মাহফুজ খাঁন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে ৪৩ লাখ টাকার অধিক বরাদ্দের দেয়া হয় উপজেলার নতুন ব্রিজ ঢাল থেকে মসজিদের পুকুর পর্যন্ত প্রধান সড়কের ২৫০ মিলিমিটার উচু করে ১৪০ মিটার আরসিসি সড়ক নির্মাণের জন্য। চলতি মাসে সড়টির নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু বৈদ্যুতিক দুটি খুঁটি অপসারণ না করে ঢালাই করে দিয়েছেন সংশ্লিষ্টরা। ফলে সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন হচ্ছে। সেই সঙ্গে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ।

পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, উপজেলা সদরের প্রধান সড়কটিতে যাতে পানি না জমে ও ড্রেন নির্মাণের জন্য সম্প্রতি কাজ শুরু করে পটুয়াখালী সড়ক ও জনপদ বিভাগ। সড়কটি উপজেলার জনসাধারণের চলাচলের প্রধান মাধ্যম। কিন্তু যান চলাচলের জন্য নির্মিত সড়কটির মাঝখানে দুটি বৈদ্যুতিক খুঁটি থাকায় দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। এতে প্রায়ই যানজট লেগে থাকে ১৪০ মিটার সড়কটুকুতে। পথচারীরা খুঁটি অপসারণ ও কোন অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন।

ঠিকাদারী প্রতিষ্ঠানের মো. মাহফুজ খাঁন বলেন, খুঁটি অপসারণ আমাদের কাজ নয় আর কাজে কোন অনিয়ম করা হয়নি।

পটুয়াখালী সওজ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুর রব জানান, খুঁটি অপসারণের বিষয়টি সংশ্লষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়নি।

বাউফল পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার একে এম আজাদ জানান, বিষয়টি আগে জানতে হবে। জেনে ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
সখীপুরে সাবেক ও বর্তমান এমপির সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ তীব্র গরমের জন্য আওয়ামী লীগ সরকার অন্যতম দায়ী : মির্জা আব্বাস সৈয়দপুরে জামায়াতের উদ্যোগে সালাতুল ইসতিসকার নামাজ আদায় জিম্বাবুয়ে সিরিজের শুরুতে না থাকার কারণ জানালেন সাকিব ঝালকাঠিতে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল চুয়াডাঙ্গায় বাতাসে আগুনের হল্কা : গলে যাচ্ছে সড়কের পিচ বৃষ্টির নামাজ আদায়ের নিয়ম আজও স্বর্ণের দাম ভরিতে ৬৩০ টাকা কমেছে শিক্ষাপ্রতিষ্ঠান ২৮ এপ্রিল খুলে দেয়ার প্রস্তুতি, ক্লাস চলবে শনিবারও মিরসরাইয়ে জুস খাইয়ে অজ্ঞান করে লুট, মূল হোতা গ্রেফতার বৃষ্টি কামনায় ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ইসতিসকার নামাজ আদায়

সকল