২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

শেখ হাসিনা সেনানিবাসে পতাকা উত্তোলন করলেন সেনাপ্রধান

শেখ হাসিনা সেনানিবাসে ৭ পদাতিক ডিভিশনের ৮টি ইউনিটের পতাকা উত্তোলন করেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ - নয়া দিগন্ত

পটুয়াখালীর দুমকির লেবুখালীতে শেখ হাসিনা সেনানিবাসে ৭ পদাতিক ডিভিশনের ৮টি ইউনিটের পতাকা উত্তোলন করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় বরিশালের লেবুখালীতে অবস্থিত শেখ হাসিনা সেনানিবাসে এই পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ২৩ আর ই ব্যাটালিয়ন, ৪১ বীর, অর্ডন্যান্স ডিপো বরিশাল, ৭ এমপি ইউনিট, ১২৩ ব্রিগেড সিগন্যাল কোম্পানি, এস এস ডি বরিশাল এবং ৭ এফ আই ইউ ইউনিটসমূহের পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মোঃ রাশেদ আমিন, ঊর্ধ্বতন সেনাকর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণির সেনা সদস্য এবং আমন্ত্রিত সরকারি ও বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় সেনা প্রধান বলেন,‘সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’ সদ্য শেষ হওয়া নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে ভূমিকা রাখার জন্য সেনা সদস্যদের ধন্যবাদও জানান তিনি।


আরো সংবাদ



premium cement