২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বরিশালে ‘অবিরাম বাংলা বন্ধুমহল’র নতুন কমিটি

আযাদ আলাউদ্দীন ও মো. এনামুল হক সবুজ - ছবি : সরবরাহ

বরিশাল সরকারি বিএম কলেজের বাংলা বিভাগে অধ্যয়ন করা সম্মান ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘অবিরাম বাংলা বন্ধুমহল’র নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার(২৫ জানুয়ারি) বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মিলনমেলায় এই কমিটি গঠন করা হয়। সভায় ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হন দৈনিক নয়া দিগন্তের বরিশাল ব্যুরো চিফ আযাদ আলাউদ্দীন, সাধারণ সম্পাদক নির্বাচিত হন জমজম ইনস্টিটিউটের পাবলিক রিলেশন অফিসার (পিআরও) মো. এনামুল হক সবুজ (মুন্সী এনাম)।

নির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন সহসভাপতি ঢাকার আরকেন অ্যাপারেলস সোর্সিংয়ের পরিচালক মোঃ রিয়াজুর রহমান ও বরিশাল সদর উপজেলার বুখাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আকতার, অর্থসম্পাদক নির্বাচিত হয়েছেন গুড হেলথ ফার্মাসিউটিক্যালস’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু সালেহ মূসা, প্রকল্প বাস্তবায়ন সম্পাদক নির্বাচিত হন ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মুহাঃ জহিরুল ইসলাম সাগর। নির্বাহী পরিষদের নির্বাচিত সদস্যরা হলেন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস’র সিনিয়র মেডিক্যাল প্রমোশন এক্সজিকিউটিভ মো. জাকির হোসাইন, বরিশাল বেতারের সংবাদ পাঠক নেজারুল ইসলাম বাবু, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাইফুন নাহার মিতু, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস’র মেডিক্যাল প্রমোশন অফিসার মোহাম্মদ মাহ্দী মাস্উদ (কাজী সোহাগ) ও বাঘিয়া বেসিক আইডিয়াল স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ মাছুম বিল্লাহ।

‘বন্ধুত্বের বন্ধনে আমরা’ এই শ্লোগান নিয়ে শুরু হওয়া অবিরাম বাংলা বন্ধুমহলের মিলনমেলায় সমিতির গঠনতন্ত্র অনুমোদন, বিগত বছরের যাবতীয় কার্যক্রম ও আয় ব্যয় হিসাব উপস্থাপনসহ পরবর্তী করণীয় বিষয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।


আরো সংবাদ



premium cement