২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

পিরোজপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সাংবাদিক তামিমের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন - নয়া দিগন্ত

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের মহাজোট প্রার্থী ডাঃ রুস্তুম আলী ফরাজির সমর্থকদের হামলায় পেশাগত দায়িত্ব পালনের সময় ইনডিপেনডেন্ট টেলিভিশনের পিরোজপুর জেলা প্রতিনিধি তামিম সরদার গুরুতর আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ জানিয়ে ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে শহরের টাউন ক্লাব সড়কে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

এতে বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সাবেক সভাপতি মাহমুদ হোসেন, মনিরুজ্জামান নাসিম, এম এ রব্বানী ফিরোজ, এ কে আজাদ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের বরিশাল ব্যুরো চীফ মোঃ মুরাদ আহম্মেদ, জিয়াউল আহসান, প্রেসক্লাবের সহ-সভাপতি খালিদ আবু, জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি জহিরুল হক টিটু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম শামীম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক খেলাফত হোসেন খসরু, পিরোজপুর টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শিরিনা আফরোজ, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক হাসান মামুন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের ঝালকাঠী জেলা প্রতিনিধি রহিম রেজা, পিরোজপুর টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোঃ হাসিবুল ইসলাম হাসানসহ স্থানীয় সংবাদকর্মীরা।

এ সময় বক্তরা বলেন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের পিরোজপুর জেলা প্রতিনিধি তামিম সরদারের ওপর যারা হামলা চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এছাড়া তামিমের কাছ থেকে ছিনিয়ে নেয়া ক্যামেরা, মোবাইল ফোনসহ অন্য সকল জিনিস উদ্ধার করে তা ফিরিয়ে দিতে হবে।

উল্লেখ্য বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পেশাগত দায়িত্ব পালনকালে মঠবাড়িয়া পৌরসভার ৭নং ওয়ার্ডে মহাজোট প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজীর সমর্থকরা সাংবাদিক তামিমের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। পাশাপাশি হামলাকারীরা তামিমের মোটরসাইকেল ভাংচুর করে ক্যামেরা, মোবাইল ফোনসহ সাথে থাকা জিনিসপত্র ছিনিয়ে নেয়।


আরো সংবাদ



premium cement
ফিলিপাইনে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি চীনের মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে! আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ 'কেএনএফ' সন্ত্রাস : সার্বভৌম নিরাপত্তা সতর্কতা অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার

সকল