২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

নৌকাতে ভরসা নেই মন্ত্রী মঞ্জুর, বাইসাইকেল নিয়েই লড়বেন

আনোয়ার হোসেন মঞ্জুর । - ছবি: সংগৃহীত

নৌকা প্রতীক নয় বরং নিজ দল জাতীয় পার্টির (জেপি) প্রতীক বাইসাইকেল নিয়ে নির্বাচন করবেন আনোয়ার হোসেন মঞ্জু।

মহাজোটের শরিক হিসেবে জাতীয় পার্টি জেপিকে দুইটি আসন ছেড়েছে আওয়ামী লীগ। একটি হল পিরোজপুর-২ (ইন্দুরকানী-ভান্ডারিয়া-কাউখালী), অপরটি কুড়িগ্রাম-৪। আনোয়ার হোসেন মঞ্জুর বাড়ি পিরোজপুর-২ আসনের ভান্ডারিয়া শহরে।

আনোয়ার হোসেন মঞ্জু বর্তমান পানিসম্পদ মন্ত্রী। তিনি ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১ এবং ২০১৪ সালে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে মোট ছয়টি নির্বাচনে জয় লাভ করেছেন। এ ছাড়া তিনি ১৯৮৫ সাল থেকে শুরু করে এ পর্যন্ত তিনি ৪ বারে মোট ১৭ বছর মন্ত্রী ও উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। তার হাতে ন্যস্ত করা হয়েছিল জ্বালানী ও খনিজ সম্পদ, যোগাযোগ এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব।

ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টির (জেপি) আহবায়ক আলহাজ মনিরুল হক মনি জোমাদ্দার জানিয়েছেন, ‘জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাইসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করবেন। তবে আমাদের দলকে কুড়িগ্রাম-৪ আসন ছেড়ে দেয়া হয়েছে। সেখানে আমাদের দলীয় প্রার্থী রুহুল আমীন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন।


আরো সংবাদ



premium cement