১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বরগুনায় বিএনপির বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ : আহত ৪

তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ
-

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ‘ফরমায়েশী’ দণ্ডাদেশের প্রতিবাদে বরগুনা জেলা বিএনপি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশ অতর্কিত লাঠিচার্জ করেছে। এতে চারজন আহত হয়।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আ: হালিম, যুগ্ম-সাধারণ সম্পাদক ও মহিলা দলের সভাপতি রিমা জামান, জেলা যুবদল সভাপতি জাহিদ হোসেন মোল্লা, জেলা তরুন দলের সভাপতি মো: মনিরুজ্জামান মিন্টুসহ বেশ কয়েকজন আহত হয়।

অপরদিকে এ হামলার প্রতিবাদে দলীয় কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করেন তারা।

জেলা বিএনপি সহ-সভাপতি এ জেড এম সালেহ ফারুকের সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. আ: হালিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: মঈনুল ইসলাম, মো: মনিরুজ্জামান মনির, তারিকুজ্জামান টিটু, সাংগঠনিক সম্পাদক মো: হুমায়ূন হাসান শাহীন, জাফর ভেন্ডার, দফতর সম্পাদক মনজুর মোর্শেদ খোকন, জেলা যুবদল সভাপতি জাহিদ হোসেন মোল্লা, জেলা তরুন দলের সভাপতি মনিরুজ্জামান মিন্টু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মিসকাত সাজ্জাত, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি প্রমুখ।

জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মহিদুল ইসলাম মোর্শেদ জানান, আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশের অতর্কিত হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এবিষয়ে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা জেলা নেতা আইনজ্ঞ অ্যাড. খন্দকার মাহবুব হোসেন নয়া দিগন্তকে বলেন, গনতান্ত্রিক বিক্ষোভে পুলিশী অতর্কিত লাঠিচার্জ করা দুঃখজনক। শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা দেয়া থেকে বিরত থেকে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশকে জনগণের আস্থা অর্জনের আহবান।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুদুজ্জামান বলেন, পুলিশের কাজে বাধা দান করা বেআইনী কাজ। বিএনপির বিক্ষোভে পুলিশ অতর্কিত লাঠিচার্জ করেনি।


আরো সংবাদ



premium cement
নেতানিয়াহুসহ ইসরাইলি মন্ত্রীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে আইসিসি! ঢাকায় কাতারের আমিরের নামে সড়ক ও পার্ক তেহরানের প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু হামলায় কোনো ক্ষতি হয়নি : ইরানি কমান্ডার ইরানের পরমাণু কর্মসূচির ‘কেন্দ্র’ ইস্ফাহান : সাবেক মার্কিন কর্মকর্তা মিয়ানমারের বিজিপির আরো ১৩ সদস্য বাংলাদেশে রুমায় অপহৃত সোনালী ব্যাংকের সেই ম্যানেজারকে চট্টগ্রামে বদলি দুবাইয়ে বন্যা অব্য়াহত, বিমানবন্দর আংশিক খোলা ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

সকল