২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বাংলাদেশী ১৫ জেলেকে চিকিৎসা শেষে ভারতের আলীপুর কারাগারে প্রেরণ

সাগরে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে এফবি জাহানারা ট্রলারের ১৬ জেলের মধ্যে ১৫ জন ভারতীয় পানিসীমা অতিক্রম করে। -

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ভাসতে ভাসতে ভারতের পানিসীমা অতিক্রম করার অপরাধে বাংলাদেশি ১৫ জেলেকে আটকের পর চিকিৎসা শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

রোববার দুপুরে আদালতের নির্দেশে তাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার আলীপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এর আগে, গত শুক্রবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতীয় পানিসীমায় ভাসতে থাকা বাংলাদেশি ১৫ জেলেকে ওই দেশের জেলেরা উদ্ধারের পর পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগোনার কাকদ্বীপের পার্থপ্রতিম থানায় হস্তান্তর করে। পরে ওই থানা উপপরিদর্শক (এসআই) রঞ্জন মন্ডল উদ্ধারকৃত জেলেদের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় পার্থপ্রতিম থানার সরকারি হাসপাতালে তাদের চিকিৎসা দেন। পরে রোববার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠায়।

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগোনার পার্থপ্রতিম থানার এসআই মিলন দাসের বরাত দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীন জানান, সাগরে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে এফবি জাহানারা ট্রলারের ১৬ জেলের মধ্যে ১৫ জন ভারতীয় পানিসীমা অতিক্রম করে। ওই ট্রলারের অপর একজেলে এখনো নিখোজ রয়েছে। ভাসমান ১৫ জেলে ভারতীয় জেলেরা উদ্ধার করে। ভারতের পার্থপ্রতিম থানার সরকারি হাসপাতালে চিকিৎসা শেষে ভারতীয় পানিসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশে বাংলাদেশি এসব জেলেদের রোববার দুপুরে দক্ষিণ চব্বিশ পরগোনার আলীপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এই ভারতীয় পুলিশ কর্মকর্তা আটক ১৫ বাংলাদেশি জেলেদের মধ্যে পটুয়াখালী জেলার মহিপুরের সুলতান, ছগির, শাজাহান, আবু সুফিয়ান ও আনছারের নাম জানাতে পেরেছেন।

মোস্তফা চৌধুরী আরও বলেন, ভারতের কারাগারে থাকা জেলেদের ফিরিয়ে আনার জন্য দুয়েকদিনের মধ্যেই ভারতে যাবো। এছাড়া ভারতের পানিসীমায় কোথাও জেলে রয়েছে কিনা তাও খোঁজ খবর নেয়া হবে।

নৌবাহিনীর মিডিয়া উইং কর্মকর্তা ফরিদ আহম্মেদ বলেন, বঙ্গোপসাগরে এখনো নিখোঁজ থাকা জেলেদের উদ্ধারে বিএনএস মোংলা নৌ-ঘাঁটির যুদ্ধ জাহাজ বিএনএস কপোতাক্ষ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।


আরো সংবাদ



premium cement