২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বরিশালে যৌতুকের বলি দুই সন্তানের জননী

-

যৌতুকের দাবিতে বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের উত্তর জাগুয়া এলাকায় নুপুর বেগম নামের দুই সন্তানের জননীকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী মামুন হাওলাদার পলাতক রয়েছে। নিহতের ময়নাতদন্ত শেষে শুক্রবার দুপুরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা গেছে, উত্তর জাগুয়া এলাকার মামুন হাওলাদার ১১ বছর পূর্বে সামাজিকভাবে বিয়ে করেন ঝালকাঠীর সদর উপজেলার দক্ষিণ বালিঘোনা গ্রামের সাত্তার মল্লিকের কন্যা নুপুর আক্তারকে। দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তান রয়েছে। নুপুরের ভাই ইলিয়াস মল্লিক জানান, সম্প্রতি সময়ে তাদের কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে মামুন। বোনের সুখের জন্য কিছু টাকা পরিশোধ করা হয়। পুরো টাকার জন্য মামুন তার বোন নুপুর আক্তারকে নির্যাতন করে আসছিলো। মামুন আরও জানান, অতিসম্প্রতি প্রতিবেশী এক তরুনীকে দ্বিতীয় বিয়ে করে মামুন। এরপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেয়া হয়। তারই ধারাবাহিকতায় বুধবার রাতে অমানুষিক নির্যাতনের একপর্যায়ে নুপুর আক্তারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। ঘটনার পর থেকে আত্মগোপন করেছে মামুন। কোতোয়ালী মডেল থানার এসআই শাহজালাল জানান, খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে নুপুরের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের রির্পোটের পর বিস্তারিত জানা যাবে।


আরো সংবাদ



premium cement