২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

বরিশালে শিশু মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে মামলা

-

বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসরাত (৩) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপচিকিৎসা ও কর্তব্য অবহেলার অভিযোগ এনে বিভাগীয় প্রধানসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহমেদ অভিযোগটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছে। মঙ্গলবার সকালে আদালতের আদেশের কপি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন পিবিআইয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা। এর আগে সোমবার আদালতে মামলাটি দায়ের করেছেন মৃত শিশুর পিতা বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব ধামুরা গ্রামের আল-আমিন জমাদার।

মামলায় অভিযুক্তরা হলেন- হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডাঃ অসীম কুমার সাহা, শিশু বিভাগের ইউনিট-২ এর আওতাধীন ডায়রিয়া ওয়ার্ডের রেজিস্ট্রার, সহকারি রেজিস্ট্রার, ওই সময়ে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক, সেবিকা সিপু, ইউনিট-৩’র রেজিস্ট্রার ও সহকারী রেজিস্ট্রার। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ আগস্ট সকাল সাতটার দিকে হঠাৎ করে শিশু ইসরাত অসুস্থ হয়ে পরে। এসময় তাকে শেবাচিম হাসপাতালের শিশু বিভাগের ডায়রিয়া ইউনিট-২ এ পাঠানো হয়। ওই ইউনিটে দায়িত্বরত অজ্ঞাতনামা ইন্টার্ন চিকিৎসক বাদী আল-আমিন জমাদারকে স্যালাইন ও ওষুধ আনার জন্য স্লিপ লিখে দেয়া সত্ত্বেও আসামি সেবিকা সিপু মামলার বাদীর কাছ থেকে স্লিপ নিয়ে ইন্টার্ন চিকিৎসকের দেয়া ওষুধ বাদ দিয়ে নতুন ওষুধ লেখা সংবলিত অপর একটি স্লিপ দিয়ে বাহির থেকে সেগুলো আনতে বলেন। সেবিকা সিপুর দেয়া ওষুধ শরীরে প্রয়োগ করার পর শিশু ইসরাত জ্ঞান হারিয়ে ফেলে। পরে ইসরাতের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে শিশু ওয়ার্ডের ইউনিট-৩ এ পাঠানো হয়। ওই ইউনিটের চিকিৎসক রোগীর অবস্থা খারাপ হওয়া স্বত্ত্বেও কোনো চিকিৎসা দেয়নি। ভুল চিকিৎসা ও কর্তব্য অবহেলার কারণে শিশু ইসরাত ২৫ আগস্ট রাত দুইটা ২০ মিনিটে মারা যায়।

এসময় বাদী আল-আমিন জমাদার ভুল চিকিৎসা ও অবহেলার কারণ জানতে চাইলে আসামিরা বাদীকে ভয়ভীতি দেখিয়ে মৃত ইসরাতের লাশ নিয়ে হাসপাতাল ত্যাগে বাধ্য করেন।


আরো সংবাদ



premium cement
চীনা কোম্পানি বেপজা অর্থনৈতিক জোনে ১৯.৯৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মৃত মায়ের গর্ভে জন্ম নিলো নতুন প্রাণ দুই ভাইকে পিটিয়ে হত্যার প্রতিবাদ সমাবেশে কেউ মারা যায়নি : পুলিশ সুপার হামাসকে কাতার ছাড়তে হবে না, বিশ্বাস এরদোগানের জাহাজভাঙা শিল্পে শ্রমিক নিরাপত্তার উদ্যোগ ভালো লেগেছে : সীতাকুন্ডে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ১০ দেশের অংশগ্রহণে সামরিক মহড়া শুরু করল আরব আমিরাত গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের পর ২ হাজার ফিলিস্তিনি নিখোঁজ ৯ বছর পর সৌদি আরবে আসছে ইরানি ওমরা কাফেলা দুই ভাইকে পিটিয়ে হত্যা : প্রতিবাদ সমাবেশে পুলিশের হামলার নিন্দা হেফাজতে ইসলামের ভর্তি পরীক্ষায় জবিতে থাকবে ভ্রাম্যমাণ পানির ট্যাংক ও চিকিৎসক মিয়ানমার থেকে ফেরত আসা বাংলাদেশীরা কারা?

সকল