২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

মাসুদ সাঈদীর নামে ভূয়া ফেসবুক আইডি খুলে চাঁদাবাজি

-

ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যানের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে একটি প্রতারক চক্র চাঁদাবাজি করায় থানায় জিডি করেছেন চেয়ারম্যান মাসুদ সাঈদী। বুধবার রাতে এ ঘটনায় ঢাকার শাহজাহানপুর থানায় উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বাদী হয়ে অজ্ঞাত প্রতারক চক্রের বিরুদ্ধে জিডি দায়ের করেন।
জিডি তিনি উল্লেখ করেন, গত ৩ থেকে ৪ মাস যাবত আমার নাম ও ছবি ব্যবহার করে অজ্ঞাত ব্যক্তিরা জাতীয় নেতৃবৃন্দের নামে কুৎসা রটনা ও বিভিন্ন ব্যক্তির নামে বিভিন্ন লেখালেখি করে। এছাড়া ০১৭৮৪৬৬১৪৬৬ এবং ০১৬৪১৪১৪৭৭৭ নম্বর দিয়ে আমার নাম ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য সাহায্য ও সহযোগীতা চায়। এর সাথে আমার কোন সম্পর্ক নেই।
উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী জানান, আমার নাম ব্যবহার করে প্রতারক চক্র ভুয়া ফেইসবুক খুলে বিভিন্ন ব্যক্তির নামে লেখালেখি ও চাঁদাবাজি করছে। তাই আমি থানায় জিডি করেছি। জিডি নম্বর-১৪১১, তাং২৯/০৮/২০১৮, শাহজাহানপুর থানা, ঢাকা।


আরো সংবাদ



premium cement